মাদার্স ডে-তে মায়ের কথা রাখলেন বলি-অভিনেতা, দু’বছর বাদে সেরে ফেললেন এই কাজ...
Last Updated:
#মুম্বই: আজ মার্দাস ডে৷ মায়ের ছবি পোস্ট করছেন অনেক তারকাই৷ কেউ মায়ের কোলে তাদের পুরনো ছবি সামনে এনেছেন তো কেউ মায়ের জন্য রেখেছেন বিশেষ বার্তা৷ তবে মায়ের কথা রাখলেন এই অভিনেতা৷ মায়ের আবদার মেনে করে ফেললেন এই কাজটি৷
কথা হচ্ছে আর মাধবনকে নিয়ে৷ পুরুষ মহিলা নির্বিশেষে তিনি অনেকের মন জয় করেছেন৷ মূলত দক্ষিণী ছবির তারকা তিনি৷ বলিউডেও নিজের কাজের ছাপ রেখে গিয়েছেন৷ শুধু ছবি কেন, বেশ কিছু হিন্দি সিরিয়ালেও মাধবনের কাজ মনে রাখার মত৷
advertisement
advertisement
তবে মাদার্স ডে-তে মায়ের কথা রেখে যা করলেন তিনি, তা শুনলে অবাক হবেন৷ মজাও লাগবে বেশ৷ দু’বছর ধরে বাড়ানো দাড়ি কেটে ফেললেন মাধবন৷ একটি ছবির জন্য অনেকদিন ধরেই তিনি বড় করছিলেন তার দাড়ি৷ নিজের সেই চেহারা ভক্তদের জন্য পোস্ট করেছিলেন অভিনেতা৷ তবে তার এই দাড়ি মোটেই পছন্দ ছিল না মায়ের৷ বারবার আবদার করেছিলেন দাড়ি কাটতে৷ আর মাদার্স ডে-তে মায়ের কথা রাখলেন তিনি৷ মাকে সম্মান জানাতে, মায়ের কথা রাখতে সেই সাধের দাড়িতেও কোপ চালালেন মাধবন৷ এই না হলে মাদার্স ডে উদযাপন!
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2019 8:12 PM IST