সানি লিওনের মাকে দেখেছেন? দেখলেই বুঝবেন কেন সানি এমন সুন্দরী...

Last Updated:
#মুম্বই: মার্দাস ডে-তে সকলেই যখন নিজের মায়ের ছবি পোস্ট করতে ব্যস্ত, তখন নিজের মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছে সানি লিওনের৷ সুন্দরী সানি মাকে হারিয়েছেন৷ তিনি মায়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন৷ তাই মায়ের না থাকাটা খুবই পীড়াদায়ক সানির কাছে৷ মাদার্স ডে-তে তেমনই পোস্ট লিখলেন সানি৷ সঙ্গে ছবিও দিলেন মায়ের৷
পর্নস্টার সানি বলিউডে প্রবেশ করতেই সাড়া ফেলে দিয়েছিলেন৷ অ্যাডাল্ট ফিল্ম স্টার হিসেবে প্রথম থেকেই নজর কেড়েছিলেন সানি৷ কিন্তু সানি নিজেকে প্রামাণিত করেছেন৷ অভিনয়ে তিনি হয়ত অনেকটা সরগর নন, কিন্তু নাচে তিনি বেশ পটু৷ আইটেম ডান্সে তিনি বেশ হট! আর সানি যে অপূর্ব সুন্দরী, তাতে তো কোন সন্দেহ নেই৷ যেই কারণে লাখো পুরুষের হৃদয়ে তিনি দোলা দেন৷
advertisement
এতদিন তো সানিকে দেখেছেন৷ আজ দেখুন সানির মাকে৷ সানির মা ভীষণ সুন্দরী ছিলেন৷ অনেকটা মায়ের মতোই দেখতে সানিকে৷ অর্থাৎ মার্দাস ডে-তে সানির মায়ের ছবিতে একটা বিষয় স্পষ্ট হল, বংশ পরম্পরায় বেশ সুন্দর লিওন খানদান৷
advertisement
দেখে নিন সানি লিওনের মাকে নিয়ে করা পোস্ট৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সানি লিওনের মাকে দেখেছেন? দেখলেই বুঝবেন কেন সানি এমন সুন্দরী...
Next Article
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE