পকেটে এক টাকাও নেই, বিদেশের রাস্তায় বিনামূল্যে মদ্যপান করতে যা করলেন বাঙালি গায়িকা...
Last Updated:
#মুম্বই: পকেটে এক ডলারও বেঁচে নেই, তবে খুব মদ খেতে মন চাইছে, তখন কি করতে হবে? এমন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন বলি গায়িকা মোনালি ঠাকুর৷ ফ্রি-তে মদ খেতে যা করলেন এই বঙ্গ তনয়া, সেই ভিডিওটিও পোস্ট করলেন তিনি৷
মুম্বই ছেড়ে মাঝেমধ্যেই তিনি চলে যান বিদেশে৷ সেখানেই রয়েছে তার প্রেমিক৷ জার্মান প্রেমিকের সঙ্গে দেখা করতেই মোনালির এই বিদেশ সফর৷ মোনালির বয়ফ্রেন্ডের নাম মাইক রিখটার৷ নিজের প্রেমের ব্যাপারটিতে কোনও রকমের গোপনীয়তা বজায় রাখেননি মোনালি৷ হামেশাই প্রেমিক মাইকের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি৷ তবে শুধু মাইকের সঙ্গে দেখা করতে নয়, নিজের অনেক কনসার্টের জন্যেও বিদেশে যেতে হয় তাকে৷
advertisement
advertisement
কথায় বলে না ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে৷ এমনই অবস্থা গায়িকারও৷ রাতের বেলা বিদেশের একটি পাবে গিয়েছিলেন তিনি৷ আর সেখানে গিয়েও গাইলেন গান৷ কারায়োকে করলেন মোনালি ঠাকুর৷ পাবে উপস্থিত সকলে মুগ্ধ৷ এভাবে শ্রোতাদের গান শুনিয়ে আনন্দ পেলেন মোনালি৷ আর এর বিনিময় তাদের দেওয়া হল বিনামূল্য মদ৷ নিজের গানের ভিডিওটি শেয়ার করে এমনই মজার কথা লিখেছেন মোনালি ঠাকুর নিজেই৷
advertisement
নিজের প্রেমিকের সঙ্গে মোনালি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2019 3:47 PM IST