কলকাতা: মেয়েকে ঘিরেই আবর্তিত তাঁর পৃথিবী। ছোট্ট কিয়ার দিনযাপনও তার মাকে ঘিরেই। একদিকে পেশাগত জীবন, অন্য দিকে ‘মা’ হিসেবে বরাদ্দ নানা কর্তব্য, দায়বদ্ধতা। দায়িত্বের দাঁড়িপাল্লার ভারসাম্য বজায় রাখাটা কতটা কঠিন? আদৌ কঠিন কি? আন্তর্জাতিক মাতৃদিবসে সেই প্রশ্নেরই উত্তর দিলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়।
কাজের বাইরে কণীনিকার রোজনামচা জুড়ে শুধুই কিয়া। ছোট্ট কিয়ারও একমাত্র বন্ধু যেন মা। নিউজ১৮ বাংলাকে কণীনিকা বললেন, “অনেকেই আমাকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দেন। তাঁরা বলেন, বাচ্চা যখন বড় হয়, তখন তাদের নিজস্ব একটা পৃথিবী তৈরি হয়ে যায়। তখন আর মাকে অতটা প্রয়োজন পড়ে না। এখনও কিয়ার পৃথিবী আমি। আর সেটা আমি খুব উপভোগ করছি।”
আরও পড়ুন: ‘গান্ধিজির মতোই আপনিও…’, কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর রাহুলকে শুভেচ্ছা কমলের
আরও পড়ুন: Shocking! প্রথম ডেটিংয়ে ‘সহবাস’, আপত্তি নেই প্রিয়াঙ্কার, তারপর যা হল…
অভিনেত্রী হিসেবে সফল কণীনিকা। নাম,যশ, খ্যাতি, অভিনয়ের দৌলতে পেয়েছেন সবই। তবু সময়ের সঙ্গে অনেক সম্পর্কই হারিয়েছে জীবন থেকে। সে সব ধাক্কা সামলেই এগিয়ে গিয়েছেন কণীনিকা। মনের মতো করে মেয়েকে বড় করে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। তাঁর কথায়, “কিয়ার পৃথিবী হতে আমার ভালই লাগছে। সেই পৃথিবীর আবর্তন যাতে সঠিক হয়, সেই দিকে নজর রাখি। আমি যা শিক্ষা দেব, সেটাই তো আমার মেয়ের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ যাতে ঠিক থাকে, সেটাই আমি দেখব।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।