money heist: টোকিও কি তবে মারা যায়নি? সামনে এল 'মানি হাইস্ট'-এর নতুন তথ্য

Last Updated:

money heist: ডিসেম্বরেই আসবে মানি হাইস্ট(money heist) পার্ট ৫-এর ভলিউম ২।

#মুম্বই: মানি হাইস্ট (money heist)। নেটফ্লিক্সের সব থেকে জনপ্রিয় সিরিজের একটি। যদিও এ বছর 'স্কুইড গেমস' সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এমনটাই ধারণা নেটফ্লিক্সের। কোরিয়ান এই সিরিজ উত্তেজনা তৈরি করেছে বিশ্ব জুড়ে। তবে ফ্রান্সের 'মানি হাইস্ট'(money heist) এখনও পর্যন্ত সব থেকে বেশি শোরগোল তৈরি করেছে বিশ্ব জুড়ে।
মানি হাইস্ট-এর(money heist) পার্ট ৫-এর ভলিউম-১ সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল। যা নিয়ে ফের উত্তেজনা ছড়ায় নেট পাড়ায়। 'ওয়ার' পার্টে মানি হাইস্ট-এ শুধুই গোলাগোলি ও মৃত্যু দেখানো হয়েছে। হেরে যাওয়া দেখানো হয়েছে। যা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে দর্শকের মধ্যে। অনেকেই বলেছে 'মানি হাইস্ট'-এর এবারের সিরিজে সেই দম নেই। তবে তার কারণ অবশ্যই আছে। কারণ এবারের গল্পটা তেমনভাবেই সাজানো ছিল। জীবন যে সব সময় জেতাবে তা তো নয়, হেরে যাওয়াটাও সমান ভাবে আসে জীবনে। সেই জায়গাই তুলে ধরেছে এবারের মানি হাইস্ট।
advertisement
View this post on Instagram

A post shared by Álvaro Morte (@alvaromorte)

advertisement
advertisement
ডিসেম্বরেই আসবে মানি হাইস্ট(money heist) পার্ট ৫-এর ভলিউম ২। যা নিয়ে ইতিমধ্যে দর্শকের মনে চরম উত্তেজনা। শেষ পার্টে দেখানো হয়েছিল 'টোকিও' মারা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হয় তা জানা যায়নি। তবে টোকিও বিদায় জানিয়েছে 'মানি হাইস্ট'কে। সেই শ্যুটিংয়ের ভিডিও আগেই সামনে এসেছে।
কিন্তু মানি হাইস্ট-এর নতুন টিজার (money heist)সামনে এনে প্রফেসর তো অন্য কথা বলছেন। নতুন টিজার সামনে এনেছে নেটফ্লিক্স (Netflix) । আর সেটা শেয়ার করেই প্রফেসর লিখেছেন, আমি আমার দলের একজন সদস্যকেও হারাতে দেব না। হারতে দেব না। এই যুদ্ধে জিততেই হবে। হাইস্টের জন্য।
advertisement
আর ঠিক এর পর থেকেই জল্পনা শুরু হয়েছে, তবে কি টোকিও মারা যায়নি? যদিও ফ্যানেরা বলছিলেন, "টোকিও' এই গল্প বলছে, সে কিছুতেই মারা যেতে পারে না। কিন্তু খেয়াল করলে দেখবেন ভলিউম টু(money heist) থেকে কিন্তু গল্পটা বলছেন প্রফেসর। তাই একটা চাপা সন্দেহ থেকেই যাচ্ছে। আসলে এই সিরিজে যে কখন কি হতে পারে তা জানা নেই।
advertisement
তবে পুলিশ অফিসার অ্যালিসিয়া সিয়ারা যে এই পার্টে আরও বড় ভূমিকা নেবেন তা হলফ করে বলা যায়। এবং প্রফেসর ও এই টিজার(money heist) দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত মানি হাইস্ট-এর জিত হবেই, আর কোনও সদস্যের মৃত্যু ছাড়াই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
money heist: টোকিও কি তবে মারা যায়নি? সামনে এল 'মানি হাইস্ট'-এর নতুন তথ্য
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement