Monami Ghosh on Swatilekha Sengupta: "চড় মেরেই স্বাতী আন্টি আদর করেছিলেন", স্বাতীলেখা দাশগুপ্তকে নিয়ে স্মৃতি মনামী ঘোষের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Monami Ghosh live: মনামী এখন নায়িকা থেকে হয়েছেন গায়িকাও৷ এই গানের মাধ্যমে গায়িকা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন মনামী৷
#কলকাতা: বেশাশুরু এবং বেলাশেষে ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা দাশগুপ্তের সঙ্গে কাজ করেছেন মনামী ঘোষ৷ দুই স্বনামধন্য অভিনেতাকে নিয়ে অনেক স্মৃতি রয়েছে মনামীর৷ সৌমিত্র চট্টোপাধ্যায়কে তিনি ডাকতেন সৌমিত্র জ্যেঠু বলে এবং স্বাতীলেখা ছিলেন মনামীর স্বাতী অ্যান্টি৷ News18 বাংলার ফেসবুক লাইভে মনামী ভাগ করে নিলেন তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা৷
সৌমিত্র জ্যেঠু খুব গল্প করত৷ একটা কোনও শট হয়েছে৷ হয়ত তেমন কোনও শট তাঁর পুরনো ছবিতেও হয়েছিল৷ সেই গল্প সকলকে বলতেন জ্যেঠু৷ শুনতে খুবই ভাল লাগত৷ সেই সাদা-কালো ছবির সব গল্প৷ লাইভে কথা বলতে গিয়ে নস্টালজিক হয়ে পড়লেন মনামী৷ বেলাশুরু ছবির পরিবারের সঙ্গে যেন আত্মীক যোগ হয়ে গিয়েছে সব অভিনেতার৷ বেলাশেষে থেকে বেলাশুরু পর্যন্ত একটা লম্বা জার্নির সাক্ষি রয়েছেন বাংলার দর্শক৷ খুবই পছন্দ হয়েছে সকলের৷ ছবির সেটের কিছু গল্প শেয়ার করলেন মনামী৷
advertisement
advertisement
ছবিতে স্বাতীলেখা ছিলেন মনামীর মা৷ আর সেই মায়ের হাতে থাপ্পড় খেতে হয়েছিল মনামীকে৷ তিনি জানান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করা হচ্ছিল সিনটা৷ ফলে একটা থাপ্পড় প্রায় ৫-৬ বার শ্যুট করা হয়৷ স্বাতী আন্টি খুবই কুণ্ঠাবোধ করছিলেন৷ জোরে থাপ্পড় মারতে খুব মায়া হচ্ছিল আন্টির৷ বারবার বলছিলেন আহা-রে, মেয়েটার কী লাগছে৷ আমি বরং উল্টে বলি জোরে মারতে, একেবারে যেমনভাবে মায়েরা মেয়েদের মারে, সেভাবে৷ আর প্রতিটা সিনের পর স্বাতী আন্টি আমায় আদর করেছিল৷
advertisement
বেলাশুরু ছবিতে মনামীর অভিনয় বেশ ভাল গেলেছে দর্শকদের৷ সঙ্গে তিনি এই ছবি থেকে টাপা টিনি গার্লের খেতাব পেয়েছেন৷ ছবির এই গানের সঙ্গে তাঁর নাচ এবং তার প্রচার সকলের নজর কেড়েছে৷ তবে এবার বাজারে এসেছে মনামীর ভিটামিন এম৷ মনামী এখন নায়িকা থেকে হয়েছেন গায়িকাও৷ এই গানের মাধ্যমে গায়িকা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন মনামী৷ আর ভিটামিন এম-এ তাঁর অভিনয় জীবন গড়ার কাহিনি উঠে এসেছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 2:50 PM IST