Monali Thakur: মোনালি ঠাকুরের অনুষ্ঠানে ধুন্ধুমার! তেলে বেগুনে জ্বলে উঠল জনতা, রোষানলের মুখে সঞ্চালিকা!

Last Updated:

শিল্পী মোনালী ঠাকুরের অনুষ্ঠান ঘিরে হল ধুন্ধুমার কাণ্ড।

মোনালি ঠাকুরের অনুষ্ঠানে ধুন্ধুমার! তেলে বেগুনে জ্বলে উঠল জনতা, রোষানলের মুখে সঞ্চালিকা!
মোনালি ঠাকুরের অনুষ্ঠানে ধুন্ধুমার! তেলে বেগুনে জ্বলে উঠল জনতা, রোষানলের মুখে সঞ্চালিকা!
শীতের এই সময় জমে ওঠে উত্‍সব। বিভিন্ন জায়গায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারকা শিল্পীদের অনুষ্ঠান থাকে শহর গ্রাম জুড়ে। পানিহাটির বইমেলা অত‍্যন্ত জনপ্রিয় উত্‍সব। সেখানেই শিল্পী মোনালী ঠাকুরের অনুষ্ঠান ঘিরে হল ধুন্ধুমার কাণ্ড।
বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালির অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয়েছিল। কিন্তু বিপত্তি ঘটল মোনালি দেরী করে আসায়। অনুষ্ঠানের সঞ্চালিকা শাশ্বতী গুহ জানালেন অদ্ভুত অভিজ্ঞতার কথা।
advertisement
সোশ‍্যাল মিডিয়ায় অনুষ্ঠান সংক্রান্ত একটি পোস্ট করেন সঞ্চালিকা। শাশ্বতী গুহর পোস্ট থেকে জানা যায়, মোনালি দেরী করে আসায় উত্তেজিত হয়ে ওঠে জনতা। এমন পরিস্থিতিতে গায়িকার সময়ে উপস্থিত না হওয়ায় সেই সময় উত্তেজিত জনতাকে সামাল দিতে হয় সঞ্চালিকাকে। ফলে সমস্ত রোষানল গিয়ে পড়ে শাশ্বতীর উপর।
advertisement
সঞ্চালিকা লিখেছেন, ‘গতকাল অনুষ্ঠানের নির্ধারিত সময়ের থেকে দুঘন্টা দেরিতে এলেন মোনালি ঠাকুর। একজন সঞ্চালক হিসেবে এই পুরো সময়টা মঞ্চ সামলানো কতটা কঠিন ছিল সে শুধু আমি জানি, আর জানে ২ লাখ দর্শক বন্ধু। তাদের ভালোবাসা ও গভীর ভর্ৎসনা কাল আমার ভাগ্যে জুটেছে। এবং সেটাই স্বাভাবিক তারা দেখতে ও শুনতে এসেছেন মোনালিকে। অথচ, তিনি তখন আমাদের নাগালের অনেক বাইরে।’
advertisement
তিনি আরও লেখেন, ‘অগত্যা তাদের সব রাগ তখন আমার উপর। একপ্রকার বল পূর্বক আমাকে সহ্য তাদের করতেই হয়েছে। তাই নিয়ে আজ ফেসবুকে অনেকে অনেক কথাও লিখছেন। ভাল ও মন্দ দু’টোই। তবে একটা কথা ঠিক দর্শক বন্ধুরা যত বিরক্তই হোক না কেন, কোনও রকম অপ্রীতিকর ঘটনা তারা ঘটাননি, যে কোনোও মুহূর্তে যেটা ঘটার সম্ভাবনা প্রবল ছিল। তার কৃতিত্ব কার প্রাপ্য সেটা আর নাই বা লিখলাম।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Monali Thakur: মোনালি ঠাকুরের অনুষ্ঠানে ধুন্ধুমার! তেলে বেগুনে জ্বলে উঠল জনতা, রোষানলের মুখে সঞ্চালিকা!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement