এবার পুজোয় শবর, ব্যোমকেশ নয়, আসছে মিতিন মাসি

Last Updated:

মিতিন মাসি নিয়ে এবারে ছবি করছেন পরিচালক অরিন্দম শিল।

#কলকাতা: সুচিত্রা ভট্টাচার্যের গল্প সবসময়ই টেনেছে পরিচালকদের। তাঁরই সৃষ্টি মিতিন মাসি নিয়ে এবারে ছবি করছেন পরিচালক অরিন্দম শিল। এই ছবিতে মিতিন মাসির চরিত্রে কোয়েল। পরিচালনার প্রথম ছবি থেকেই জারা হটকে কিছু হেওয়ার চেষ্টা করেছেন অরিন্দম। আর ঠিক তাই মহিলা গোয়েন্দা মিতিন মাসি নিয়ে আসছেন তিনি। মিতিন মাসি করতে পেরে বেজায় খুশি কোয়েলও।
এ যেন আন‍্য কোয়েল। না আছে পোশাকের আরম্বর না মেকাপের জৌলুস। একেবারে মর্ডান সফিসটিকেটেড শিক্ষিত বাঙালি বলতে যা বোঝায় ঠিক সেই লুকেই ধরা দিলেন কোয়েল। এই মিতিন মাসি আবার প্রাইভেট গোয়েন্দাও বটে । নিজেই বললেন মিতিন মাসি মানে তার কাছে কি।
প্রতি বছরই পূজোর সময় একটা করে গোয়েন্দা গল্প উপহার পেয়ে থাকেন দর্শক। এবারও পূজোতে থাকছেন এক গোয়েন্দা। থাকছেন মিতিন মাসি। কেন মিতিন মাসি বাছলেন অরিন্দম? কোয়েলই বা তার চয়েস কেন?
advertisement
advertisement
মিতিন মাসির হাতে মাত্র তিনটি দিন গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি। গত বছরের মতনই এই বছরও পূজোতে রয়েছে এক গুচ্ছ ছবির রিলিস। অবশ‍্যই থাকবে টানটান কমপিটিশন। এই ভীড়ের মধ‍্যেও মহিলা গোয়েন্দা মিতিন মাসি কতটা দর্শকদের মনে দানা বঁাধে সেটাই দেখার। বলা যেতেই পারে মোর পাওযয়ার টু উইমেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার পুজোয় শবর, ব্যোমকেশ নয়, আসছে মিতিন মাসি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement