Misty Singh: হাসপাতালে ভর্তি মিষ্টি সিং! কী হল অভিনেত্রীর, জানালেন নিজেই
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
অসুস্থ অভিনেত্রী মিষ্টি সিং, ভর্তি বেসরকারি হাসপাতালে। ছোট পর্দার অতন্ত্য পরিচিত মুখ। ঘোরতর অসুস্থ হয়ে, জ্বর নিয়ে ভর্তি হলেন হাসপাতালে।
অসুস্থ অভিনেত্রী মিষ্টি সিং, ভর্তি বেসরকারি হাসপাতালে। ছোট পর্দার অতন্ত্য পরিচিত মুখ। ঘোরতর অসুস্থ হয়ে, জ্বর নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। সেই ছবি মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজের প্রোফাইল থেকে স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।
কিছুদিন আগেই ধুমধাম করে ছোটবেলার বন্ধু, প্রেমিক রেমো দাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিষ্টি। তারপর বিদেশে সেড়েছেন হানিমুন। সবশেষে কাজে ফিরে সোমবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
advertisement
জানা গিয়েছে, ‘দিদি নম্বর ১’-এর শ্যুটিং চলছিল। গায়ে জ্বর নিয়ে কাজ করছিলেন। বার বার ওষুধ খেয়েও অবস্থার বিশেষ উন্নতি হয় না। সেখানেই খুব অসুস্থ হয়ে পড়েন মিষ্টি। ১০৩-এর উপর জ্বর। তাঁকে ভর্তি করানো হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে।
advertisement
জ্বর না কমাতে কার্যত চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রীর স্বামী। তাই কোনও ঝুঁকি নিয়ে তড়িঘড়ি ভর্তি করান হাসপাতালে। সঙ্গে ছিলেন অভিনেত্রীর দিদিও। তারপর চিকিৎসা শুরু হলে স্যালাইন দেওয়ার পর এখন কিছুটা ভাল আছেন মিষ্টি। জ্বর অনেকটা কমেছে। খাওয়া দাওয়া করেছেন স্বাভাবিক ভাবে। তবে এখনও শারীরিক ভাবে বেশ দুর্বল অভিনেত্রী। কঠিন কোনও অসুখ হয়নি বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা।
advertisement
আজ নিজেই তাঁর অসুস্থতার কথা জানিয়ে অভিনেত্রী স্যোশাল মিডিয়ায় তাঁর হাসপাতালের বেডে বসে থাকা একটি ছবি শেয়ার করে নেন। ক্যাপশনে লেখেন ‘হ্যাপি ইন্ডিপেন্ডেনস ডে, সকলে সুস্থ থেকো।’ প্রসঙ্গত তাঁর স্বামী রেমোকেও জ্বরের কারণে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2023 4:03 PM IST