Koel Mallick: হাতি নিয়ে হইহই কাণ্ড! জড়িয়ে পড়েছেন কোয়েল! জট খুলবে পুজোয়
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
এবার পুজোয় বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পাবে তার মধ্যেই একটি জঙ্গলে 'মিতিন মাসি'। মিতিন মাসির ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। শনিবার ওয়াল্ড এলিফ্যান্ট ডে-এর দিন সেই ছবিই পোস্টার লঞ্চ হল কলকাতার আলিপুর চিড়িয়াখানায়।
পুজো আসতে আর বেশি দেরী নেই। আর পুজো মানেই চারদিনের অফুরান আনন্দ। রাতজেগে ঠাকুর দেখা, নতুন জামা, জমিয়ে খাওয়া-দাওয়া আর সঙ্গে পুজোর সিনেমা। এবার পুজোয় বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পাবে তার মধ্যেই একটি জঙ্গলে ‘মিতিন মাসি’। মিতিন মাসির ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। শনিবার ওয়াল্ড এলিফ্যান্ট ডে-এর দিন সেই ছবিই পোস্টার লঞ্চ হল কলকাতার আলিপুর চিড়িয়াখানায়।
‘জঙ্গলে মিতিন মাসি’র পোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মিতিন মাসি কয়েল মল্লিক। সঙ্গে ছবির পরিচালক অরিন্দম শীল-সহ ছবির কলাকুশলীরা। এর আগে ২০১৯ সালে প্রথমবার অরিন্দম শীলের পরিচালনায় কয়েল মিতিন মাসি রূপে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। আবার পুজোয় ফিরছে মিতিন মাসি। আবার জঙ্গলে মিতিন মাসি করবে রহস্যের সমাধান। হাতি হত্যা, হাতি সংরক্ষণ ইত্যাদি নানা বিষয় নিয়ে বার্তা দিতে দেখা যাবে সিনেমায়। সেই উদ্দ্যেশেই এদিন পোস্টার লঞ্চ করা হল চিড়িয়াখানায়।
advertisement
advertisement
ছবির পোষ্টার লঞ্চের অনুষ্ঠানে অভিনেত্রী নিউজ ১৮ বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বলেন “আমি বহু বছর পর চিড়িয়াখানায় এলাম। ছোটবেলায় বাড়ির সকলের সঙ্গে আসতাম। এখন আমার ছেলে আসে। ও আমাদের শ্যুটিং-এর সময় গিয়েছিল, সেখানে হাতি দেখেছে। ও বন্য প্রানী খুব ভালবাসে। আমি এখন আমার ছেলের চোখ দিয়ে বন্য প্রাণীদের দেখি। আজ আমি জিরাফ দেখেছি, হাতি দেখেছি এইসব গল্পগুলো আমি ওর সঙ্গে ভাগ করে নেব। আমি যেমন ওর সঙ্গে গল্প করব তেমন প্রত্যেকেই উচিত তাঁর সন্তানের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে কথা বলা। তাদেরকে বন্য প্রাণীদের ব্যপারে জানানো। পরিবেশে বন্যপ্রানী যে কত গুরুত্বপূর্ণ, তাদের সংরক্ষণ যে খুব দরকারি সেটা আগামী প্রজন্মকে বোঝানো খুব প্রয়োজন।”
advertisement
কোয়েল আরও বলেন, “যে আমরা যখন লেদার জ্যাকেট পরি তখন ভেবে দেখা উচিত এই লেদারটা কোথা থেকে এসেছে। আমরা যখন আইভরির জিনিস কাউকে উপহার দি তখন বোঝা উচিত এটা হাতির দাঁত থেকে এসেছে, কতটা যন্ত্রনার বিষয় এটি। এই জিনিসগুলো বুঝতে হবে তাই এবার মিতিন মাসিতে এরকম একটা বার্তা নিয়ে আমরা আসছি।”
advertisement
অভিনেত্রী জানান পুজোর ছবি মানেই বাড়তি উৎসাহ, বাড়তি উন্মাদনা। মল্লিক বাড়িতেও পুজো হয় কিন্তু তার মাঝেও তাঁরা সপরিবারে পুজোর ছবি দেখতে যেতেন। সেখানে পুজোতে যে তার ছবি রিলিজ করে বা এবারও করবে এটা তাঁর কাছে খুব আনন্দের। তিনিও পুজোয় এবার তাঁর পরিবারকে নিয়ে এই ছবি দেখতে যাবেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 7:05 PM IST