Jeet: রোবট ক্যামেরা থেকে সুপার বাইক! টলিউডে আবার নতুন চমক দিল জিতের 'বুমেরাং'
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দারুণ গতিতে ছুটছে বাইক, আবার কখনও উড়ছে আকাশেও, এই দৃশ্যের কথা ভাবলেই মনে আসে নানা বলিউড ফিল্মের কথা। কিন্তু এবার সেই বাইক ঝড় তুলবে টলিউডে, বলা ভাল জিতের 'বুমেরাং'-এ।
advertisement
advertisement
advertisement
জিত এই ব্যপারে বলেন, ' দর্শকদের জন্য সমবসময়েই আমার নতুন কিছু করতে ভাল লাগে। আমি খুশি যে এবারেও সেটা করতে পারছি। ইউনিক ফিউচারিস্টিক বাইক তো থাকছেই, পাশাপাশি রয়েছে সিনেবট ক্যামেরা। যা প্রথমবার ব্যবহার করা হচ্ছে বাংলা ছবিতে। বিশেষ সিনেম্যাটিক মূহুর্ত তৈরির জন্যই এই ক্যামেরার ব্যবহার। এটি দর্শকদেরও অন্যরকম একটা অভিজ্ঞতা দেবে আশাকরি’।
advertisement
তবে শুধু বাইক বা সিনেবট ক্যামেরা নয় এই ছবিতে প্রথম বার জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী এবং জিত। চোখ ধাঁধানো এই বাইক ও ক্যামেরার প্রসঙ্গে রুক্মিনী বলেন, ‘বাংলা সিনেমার পর্দায় এই প্রথমবার দর্শক সুপারবাইক দেখতে পাবে। প্রথম সিনেমার সেটে এরকম একটা দারুণ জিনিস আমি দেখলাম। আর দর্শকদের এটা চমক দেবে বুমেরাং রিলিজ করলে।'
advertisement