Shahid Kapoor and Mira Rajput: বিবাহবার্ষিকীতে সবুজের মাঝে চুম্বনরত তারকা দম্পতি

Last Updated:

মীরা লিখেছেন, “আমি তোমাকে এতটা ভালবাসি যে শব্দ দিয়ে বোঝানো যাবে না। শুভ বিবাহের ৬ বছর”।

#মুম্বই: দেখতে দেখতে বিয়ের ৬ বছর পার করলেন শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং মীরা রাজপুত (Mira Rajput)।  মীরা রাজপুতের Instagram পোস্টে দেখা গিয়েছে সবুজের মাঝে দুই লাভ বার্ডস একে অপরকে জড়িয়ে ধরেছেন এবং শাহিদ কাপুর চুম্বন করছেন মীরা রাজপুতকে। মীরা এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমি তোমাকে এতটা ভালবাসি যে শব্দ দিয়ে বোঝানো যাবে না। শুভ বিবাহের ৬ বছর, আমার জীবনের ভালবাসা”।
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তুমুল সাড়া পাওয়া গিয়েছে। তাঁদের অনুগামীরা লাইক এবং কমেন্টে ভরিয়ে দিয়েছেন। প্রত্যেকেই তাঁদের ভবিষ্যৎ জীবন ভাল হোক, সেই কামনা করেছেন।
advertisement
শাহিদ এবং মীরা ২০১৫ সালে বিয়ে করেছিলেন। ২০১৬ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান মিশা (Meesha) জন্মায়। তার দুবছর পর ২০১৮ সালে ছেলে জৈন (Jain) এর জন্ম হয়। বলিউডের অতি জনপ্রিয় এই অভিনেতা শাহিদ কাপুর তাঁর বিবাহিত স্ত্রী মীরার থেকে ১৩ বছরের বড়।
advertisement
একদিকে মীরা যেমন তাঁদের জীবনের বিশেষ দিনটিকে একটি পোস্টের মাধ্যমে স্মরণ করেছেন। শাহিদ কাপুরও সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রীর জন্য একটি বার্তা শেয়ার করেছেন। এ ছাড়াও ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) ও কুণাল খেমুর (Kunal Khemu) সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন অভিনেতা।
দিলীপ কুমারের (Dilip Kumar) প্রয়াণেও শাহিদ কাপুর তাঁর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, “বলিউডের প্রতিটি অভিনেতা আপনাকে দেখে শিখেছে। আপনার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। আপনি চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ের মাঝে”।
advertisement
শাহিদের আসন্ন ছবি জার্সি (Jersey)। এটি একটি তেলুগু ছবির রিমেক। যেখানে শাহিদকে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও তাঁকে দেখা যাবে Amazon Prime Video-র একটি সিরিজে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shahid Kapoor and Mira Rajput: বিবাহবার্ষিকীতে সবুজের মাঝে চুম্বনরত তারকা দম্পতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement