হোম /খবর /বিনোদন /
রণবীর সিং যা করেছেন তা ভুল হলে আইনটার ব্যবস্থা হোক: মিলিন্দ সোমন

Milind Soman on Ranveer Singh’s nude photoshoot: রণবীর সিং যা করেছেন তা ভুল হলে আইনটার ব্যবস্থা হোক: মিলিন্দ সোমন

Milind Soman on Ranveer Singh’s nude photoshoot: আপনি আইন ভঙ্গ করবেন না, যদি এমন কোনও আইন থাকে যা বলে যে রণবীর সিং যা করেছেন তা ভুল তবে আইনটির ব্যবস্থা হোক: মিলিন্দ সোমন

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: গত দু'দিন ধরে সোশ্যাল মিডিয়াজুড়ে একটিই নাম জ্বলজ্বল করছে, রণবীর সিং। বলিউড নায়ক হঠাৎই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এলেন। কয়েকটি ছবিতে কালো অন্তর্বাস পরে রয়েছেন। কয়েকটি ছবিতে একফালি কাপড়ও নেই শরীরে। নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদের জন্যই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। আর তাই দেখেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।

মিলিন্দ সোমন মনে করেন যে কোনও ডিবেট এবং আলোচনা হওয়াটা খুব জরুরি। তিনি আরও বলেন, “আমি মানুষ হিসাবে বলছি, আমাদের ইতিহাসে এমন একটা সময় আসেনি যখন সবাই সবকিছু পছন্দ করত। সেখানে সব সময় মানুষ আপত্তি করত। কে চিন্তা করে? অবশেষে যা হয়েছে তা শুধু আলোচনা আর বিতর্ক, এটা একটা ভালো ব্যাপার। তাঁরা যা বলে, তা আমাদের করতে হবে এমন নয়। আপনি যা সঠিক মনে করেন, তাই করতে হবে। আপনি আইন ভঙ্গ করবেন না, যদি এমন কোনও আইন থাকে যা বলে যে রণবীর সিং যা করেছেন তা ভুল তবে আইনটির ব্যবস্থা হোক।

আরও পড়ুন: 'আলিয়া ভাট সবাইকে ডেট করছেন', কটাক্ষ করেছিলেন শাহরুখ খান

আরও পড়ুন: বলিপাড়ায় ফের গুঞ্জন! শীঘ্রই মা হচ্ছেন বিপাশা বসু, পরিবার সূত্রে এমনটাই জানা যাচ্ছে

প্রসঙ্গত, মুম্বইয়ের চেম্বুর থানায় মামলা দায়ের হল বলিউড অভিনেতা রণবীর সিং-এর বিরুদ্ধে। সোমবারই জানা গিয়েছিল, মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। দাবি ছিল, নায়কের সাম্প্রতিকতম নগ্ন ছবিগুলি 'মহিলাদের ভাবাবেগে আঘাত' করেছে। আজ, মঙ্গলবার চেম্বুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৯২ (জনসাধারণের উদ্দেশে প্রকাশের অযোগ্য ছবি), ২৯৩ (নতুন প্রজন্মকে ভুল পথে চালিত করা), ৫০৯ (শব্দ, অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের শালীনতাকে অপমান করা) এবং ৬৭(এ) (আইটি অ্যাক্ট) ধারায় মামলা দায়ের হয়েছে দীপিকা পাড়ুকোনের স্বামীর বিরুদ্ধে।

Published by:Aryama Das
First published:

Tags: Milind Soman, Ranveer Singh