Home /News /entertainment /
১ কোটি ৩৮ লক্ষ টাকার গাড়ি কিনে নেটিজেনদের সমালোচনার মুখে অমিতাভ বচ্চন

১ কোটি ৩৮ লক্ষ টাকার গাড়ি কিনে নেটিজেনদের সমালোচনার মুখে অমিতাভ বচ্চন

পরিবারে নতুন সদস্য এনেই ফেললেন বিগ বি! দিন কয়েক আগেই কিনে ফেললেন নতুন গাড়ি... মার্সিডিজের টপ মডেল Mercedes-Benz GLS 2020

  • Share this:

#মুম্বই: জুলাই মাসে করোনা সংক্রমিত হন অমিতাভ বচ্চন। শুতু বিগ বি-ই নন, কোভিড পজিটিভ ছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক ঐশ্বর্যর আট বছরের মেয়ে আরাধ্যা। নানাবতী হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকার পর ২ অগাস্ট বাড়ি ফেরেন অমিতাভ।বর্তমানে বিগ বি সম্পূর্ণ সুস্থ। ফিরেছেন শ্যুটিং ফ্লোরে! পুরোদমে শ্যুটিং শুরু হয়েছে 'কৌন বনেগা কড়োরপতি সিজন ১২'-র। সুস্থ অভিষেক, অ্যাশ, আরাধ্যাও! সবমিলিয়ে, বচ্চন পরিবারে নেমে আসা দুশ্চিন্তার কালো মেঘ বর্তমানে উধাও! স্বস্তিতে 'মন্নত'! আর তাই পরিবারে নতুন সদস্য এনেই ফেললেন বিগ বি! দিন কয়েক আগেই কিনে ফেললেন নতুন গাড়ি... মার্সিডিজের টপ মডেল Mercedes-Benz GLS 2020! দাম ? ১ কোটি ৩৮ লক্ষ টাকা!

View this post on Instagram

Time for upgrade Big B's new wheels #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

স্টিল গ্রে রং-এর ঝাঁ-চকচকে গাড়ি দেখে বচ্চনের মুখে হাসি ফুটলেও, নেটিজেনরা বেজায় চটেছে! সোশ্যাল মিডিয়া বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়! তাঁদের বক্তব্য, করোনা আবহে, লকডাউনের থাবায় দেশে এত মানুষ কর্মহীন, এত সংসারে অভাবের ছায়া, তারমধ্যেই অভিতাভ বচ্চন এত দামি গাড়ি কিনলেন? পাশাপাশি, নেটিজেনদের বক্তব্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে উত্তাল বলিউড। ৩ মাস পেরিয়ে যাওয়ার পরও মৃত্যুর কারণ অজানা! অমিতাভ নিজে এই ইন্ডাস্ট্রির অংশ, এতবছর ধরে বলিউডের সদস্য, অথচ সুশান্তের মত একজন তরুণ তুর্কির আকস্মিক মৃত্যুতে তিনি একটা কথাও বললেন না ?

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Amitabh Bachhan