Nirmala Mishra Death: নির্মলা মিশ্রের প্রয়াণে মহানাগরিকের শোকজ্ঞাপন, সঙ্গীত অকাদেমির উদ্দেশে শিল্পীর মরদেহ

Last Updated:

Nirmala Mishra Death: রাজ্যের পরিবহণ মন্ত্রী বলেন, "নির্মলাদিকে ছোট থেকে চিনি৷ পারিবারিক সম্পর্ক ছিল তাঁর সঙ্গে৷ অত্যন্ত স্নেহ করতেন৷ চেতলার গর্ব ছিলেন তিনি৷ নির্মলাদির নামে লোকে চেতলাকে চিনতেন৷ তাঁর আত্মার শান্তি কামনা করি৷"

Nirmala Mishra Death
Nirmala Mishra Death
#কলকাতা: নির্মলা মিশ্রের প্রয়াণে শোকজ্ঞাপন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের৷ রাজ্যের পরিবহণ মন্ত্রী বলেন, "নির্মলাদিকে ছোট থেকে চিনি৷ পারিবারিক সম্পর্ক ছিল তাঁর সঙ্গে৷ অত্যন্ত স্নেহ করতেন৷ চেতলার গর্ব ছিলেন তিনি৷ নির্মলাদির নামে লোকে চেতলাকে চিনতেন৷ তাঁর আত্মার শান্তি কামনা করি৷" জীবন মৃত্যুর খেলায় এই বয়স হয়তো যথাযথ। কিন্তু দেহ নশ্বর হলেও কারও পথ চিরস্থায়ী হয়ে যায়। সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রও সেই তালিকারই এক জন।
দক্ষিণ ২৪ পরগণা থেকে দক্ষিণ কলকাতার চেতলায় চলে আসেন তিনি ছোটবেলাতেই। সঙ্গীতচর্চা চলতে থাকে। কে জানত বাংলার শ্রোতাকে আধুনিক গানের সঙ্গে আত্মিক পরিচয় করাবেন এই নির্মলা, স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় গায়িকার তকমা পাবেন তিনি। নির্মলার স্বামী প্রদীপ দাশগুপ্তও ছিলেন এক জন শিল্পী ও গীতিকার।
১৯৬০ সালে সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছবির গানে কণ্ঠ দেওয়ার সুযোগ দেন। ওই শুরু। এর পরে বহু ছবির জন্য প্লেব্যাক করেছেন তিনি। কয়েকটি গান, 'তুমি আকাশ এখন যদি', 'আমি হারিয়ে ফেলেছি গানের সাথীরে', 'রিমিঝিমি রিমিঝিমি', 'আবিরে রাঙালো কে আমায়', 'চোখের মণি হারিয়ে খুঁজি'।
advertisement
advertisement
কিন্তু নির্মলার সঙ্গে দু'টি প্রজন্মের স্মৃতি জড়িয়ে রয়েছে পুজোর। দেবীর সঙ্গে আগমন হত গায়িকার। পুজোয় তাঁর নতুন অ্যালবাম বেরোত। পুজোর প্যান্ডেলে বাজত 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না'-র মতো জনপ্রিয় গান। যদিও ১৯৭৬ সালে উত্তরকুমারের সঙ্গে নব-রূপে তৈরি মহালয়ার প্রভাতী অনুষ্ঠানেও তিনি অংশ নিলেও তা মানুষের মনে জায়গা পায়নি। তাই পরের বার থেকে আবার পুরনো মহালয়াতেই ফিরে গিয়েছিলেন সকলে।
advertisement
আরও পড়ুন: নির্মলা মিশ্রের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর, আজ কেওড়াতলায় শেষকৃত্য
নির্মলা মিশ্রের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া এই বাংলার মাটিতে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে-র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। আধুনিক, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nirmala Mishra Death: নির্মলা মিশ্রের প্রয়াণে মহানাগরিকের শোকজ্ঞাপন, সঙ্গীত অকাদেমির উদ্দেশে শিল্পীর মরদেহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement