#মুম্বই: ফের একবার রুপোলি পর্দায় ঝড় তুলতে দেখা যাবে মর্দানি ২-তে রানি মুখোপাধ্যায়কে ৷ মর্দানি মুক্তি পাওয়ার পরে কেউ বাবতে পারনেনি মর্দানির সিক্যুয়েল হতে পারে ৷ তবে সব জল্পনা সত্যি করেই আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে মর্দানি ২ ৷
Release date finalized... #Mardaani2 to release on 13 Dec 2019... Stars Rani Mukerji... Will be her next film release, after the smash HIT #Hichki... #Mardaani2 launches a new face as the antagonist... Directed by Gopi Puthran... Produced by Aditya Chopra. pic.twitter.com/BKIvptEZYp
— taran adarsh (@taran_adarsh) August 10, 2019
ছবিটির প্রযোজনা করবেন রানি মুখোপাধ্যায়ের স্বামী প্রযোজক আদিত্য চোপড়া ৷ নির্দেশনা করবেন গোপী পুটরানি ৷ তরাশ আদর্শের একটি ট্যুইটেই জানতে পারা গিয়েছে সত্যটি ৷
২০১৮ সালের হিচকির পরে মর্দানি ২ হতে চলেছে রানি মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ৷ এরই মধ্যেই একটি গুজব চারিদিকে ছড়িয়েছে রানি ও আদিত্য নাকি তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের বিষয়ে ভাবছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aditya Chopra, Mardani 2, Rani Mukherji, Yash Raj Films