Praveen Karle: প্রয়াত পরিচালক, হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিশ্বাস ত্যাগ প্রবীণের, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

Last Updated:

Praveen Karle: পরিচালক আনন্দ মানে শুক্রবার প্রবীণের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখান থেকেই জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ওয়ারজেতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রয়াত পরিচালক, হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিশ্বাস ত্যাগ প্রবীণের, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি
প্রয়াত পরিচালক, হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিশ্বাস ত্যাগ প্রবীণের, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি
পুণে: প্রয়াত জনপ্রিয় পরিচালক প্রবীণ কারলে। মরাঠি ছবি ‘হৃদয় সামথিং সামথিং’-এর পর খ্যাতি অর্জন করেছিলেন। মরাঠি ইন্ডাস্ট্রির পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শুক্রবার সকাল ১০টা নাগাদ পুণের মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে তাঁর।
পরিচালক আনন্দ মানে শুক্রবার প্রবীণের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখান থেকেই জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ওয়ারজেতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
advertisement
চলচ্চিত্র এবং থিয়েটারের সমালোচক রাজা কারলের ছেলে প্রবীণ ৪ বছর বয়সে প্রথম মঞ্চে অভিনয় করেন। শিশুশিল্পী হিসেবেই নাম করেছিলেন তিনি। তারপর ধীরে ধীরে পরিচালনার কাজে হাতেখড়ি হয় প্রবীণের। ‘হৃদয় সামথিং সামথিং’ ছাড়াও একাধিক জনপ্রিয় ছবি ‘বোকাড়’, ‘মনসানমন’, ‘মাঝি আশিকি’র মতো ছবির নির্দেশনা দিয়েছেন প্রয়াত পরিচালক।
advertisement
তাঁর সবচেয়ে জনপ্রিয় ছবি ‘হৃদয় সামথিং সামথিং’ প্রথম ঘোষণার পর থেকে বেশ কয়েকবার শিরোনাম দখল করেছে। বছরের অন্যতম প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি ছিল এই ছবি। একজন পুরুষের একাধিক প্রেমিকা, এই গল্পের প্রেক্ষাপটেই ছবি তৈরি হয়েছে। মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমেডির রাজা হিসেবে খ্যাত অশোক একজন “প্রেমের গুরু” চরিত্রে অভিনয় করেছিলেন৷ গত ৫ অক্টোবর মুক্তি পায় ছবিটি। অনিকেত বিশ্বাসরাও, স্নেহা চাভান এবং প্রিয়াঙ্কা যাদবের মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন ছবিতে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Praveen Karle: প্রয়াত পরিচালক, হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিশ্বাস ত্যাগ প্রবীণের, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement