Mahesh Bhatt: মেয়ের বয়সি মণীষাকে চুমু ৭৪-এর মহেশের! '...ভয় পেয়েছিলাম', বিস্ফোরক যুবতী! কী বলছেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Mahesh Bhatt: 'বিগ বস'-এর ঘরে পা রাখতেই শুরু হয়ে যায় নয়া বিতর্ক। ঘরের কনিষ্ঠতম প্রতিযোগী মণীষা রানি-কে চুম্বন দেন মহেশ। আর তা নিয়েই শুরু হয় বিস্তর চর্চা, জলঘোলা।
কলকাতা: দিন কয়েক আগের কথা। ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করেছিলেন মহেশ ভাট। প্রতিযোগী হয়ে নয়। মেয়ে পূজা ভাটের সঙ্গে দেখা করতে আসেন বর্ষীয়ান পরিচালক। আর সেখানে তিনি পা রাখতেই শুরু হয়ে যায় নয়া বিতর্ক। ঘরের কনিষ্ঠতম প্রতিযোগী মণীষা রানি-কে চুম্বন দেন মহেশ। আর তা নিয়েই শুরু হয় বিস্তর চর্চা, জলঘোলা।
‘বিগ বস’ শেষ হতেই এ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন মণীষা। তাঁর কথায়, “আমার একেবারেই কোনও অস্বস্তি হয়নি। মানুষ যদি ভেবে থাকে উনি আমাকে ভুল ভাবে ছুঁয়েছেন, তবে সেটা খুবই ভুল। উনি আমার কাকু বা বাবার মতো।”
advertisement
advertisement
বিগ বসের সেই পর্বে দেখা যায়, মণীষার হাতের উপর হাত রাখেন মহেশ। অভিনেত্রীর হাতে হাত বোলাতে থাকেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়। নেটমাধ্যমের অনেকেই মহেশের এই আচরণ ভাল ভাবে নেননি। তবে মহেশ কিন্তু সেখানেই থেমে থাকেননি। মণীষার জীবনের কাহিনি পূজার মুখে শুনে বিহারের এই মেয়ের হাতে চুমুও খান।
advertisement
মণীষা যদিও এই পুরো ঘটনাকে বিতর্কিত হিসেবে দেখতে নারাজ। তাঁর কথায়, “বড়রা নানা ভাবে ছোটদের প্রতি তাঁদের ভালবাসা ব্যক্ত করেন। কখনও তাদের স্পর্শ করে নিজেদের ভালবসা বোঝাতে চান। কিন্তু উনি যখন আমাদের চুপ করতে বলেছিলেন, তখন ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি একদম কথা না বলে থাকতে পারি না। উনি খুব বড় একজন পরিচালক। ওঁর সঙ্গে দেখা হওয়াটা আমার স্বপ্ন। ওঁর উদ্দেশ্যে কোনও একেবারেই অসৎ ছিল না।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2023 9:06 AM IST