Shah Rukh Khan: প্রেম করছেন শাহরুখ খান, নয়নতারার সঙ্গে চুটিয়ে প্রেম রোম্যান্স কিংয়ের! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan: মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরগরম হয়েছে শাহরুখ খান ও নয়নতারার 'জওয়ান'-এর নতুন গান। ভাইরাল হয়েছে গানটি।
মুম্বই: মুক্তি পেল শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’-এর আরও একটি নতুন গান ‘ছালিয়া’। আর গান মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। নতুন গানে চমকে দিয়েছেন শাহরুখ খান ও নয়নতারা।
রোম্যান্সিং কিং জিন্দা বান্দা এবার নিজের পছন্দের ধরনের গান সামনে এনে মুগ্ধ করেছেন ফ্যানেদের। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরগরম হয় ‘জওয়ান’-এর নতুন গান। ভাইরাল হয়েছে গানটি।
advertisement
আরও পড়ুন: ছেলেদের এই পোশাকের নাম কেন স্যান্ডো-গেঞ্জি জানেন? উত্তর কিন্তু চমকে দেবে!
অরিজিৎ সিংয়ের কণ্ঠে, শাহরুখ খানের চেনা ম্যানারিজমে ফের একবার ক্যামেরার সামনে তৈরি হয়েছে ম্যাজিক। সঙ্গে দক্ষিণী নায়িকা নয়নতারার উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে প্রেমের গানে। ‘রং দে তু মোহে গেরুয়া’ থেকে ‘ঝুমে জো পাঠান’, অরিজিতের গানে শাহরুখ যখনই লিপ মিলিয়েছেন, তা চার্টবাস্টার কাঁপিয়ে দিয়েছে। সেই ধারা বজায় রেখেই প্রকাশ্যে এল ‘ছলিয়া’ গানটি। নতুন এই গানে নয়নতারার সঙ্গে চুটিয়ে রোম্যান্স করেছেন শাহরুখ। আর অরিজিতের সঙ্গে তাল মিলিয়ে গানটি গেয়েছেন শিল্পা রাও। সুরকার অনিরুদ্ধ রবিচান্দের।
advertisement
আরও পড়ুন: বড় খবর! খুরদা ডিভিশনে থার্ড লাইনে মেরামতির কাজ, কাল থেকে বাতিল ১২২টি ট্রেন
রোমান্টিক শাহরুখ খান অনেক দিন ধরেই অন্য ঘরানার ছবিতে কাজ করছেন। তবে এই রকম ভয়ঙ্কর তাঁকে এর আগে কখনও লাগেনি। এই প্রথম এমন কোনও চরিত্রে অভিনয় করছেন কিং খান। ট্রেলারের পর এবার নতুন গানেও সাড়ে জাগাচ্ছেন শাহরুখ খান। ২ জুন ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2023 5:43 PM IST