আচমকাই বন্ধ 'ধুলোকণা', নতুন কাজে ব্যস্ত ইন্দ্রাশিস, 'ফুলঝুরি' মানালির কী অবস্থা
- Published by:Sanchari Kar
Last Updated:
২০২১-এর জুলাইয়ে শুরু হয়েছিল 'ধুলোকণা'। বিগত দেড় বছরে একাধিক বার টিআরপি তালিকার শীর্ষে থেকেছে ধারাবাহিকটি। ইন্দ্রাশিস-মানালির পর্দার রসায়নও দর্শকদের পছন্দের।
#কলকাতা: বন্ধ হচ্ছে ধারাবাহিক। সেটে গিয়ে আচমকাই সে কথা জানতে পেরেছিলেন শিল্পীরা। দেড় বছরের মথায় গল্প ফুরলো 'ধুলোকণা'র। লালন-ফুলঝুরির প্রেম-অপ্রেমের আখ্যানে ইতি।
ইতিমধ্যেই নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত ইন্দ্রাশিস রায়। লীনা গঙ্গোপাধ্য়ায়ের পরবর্তী ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকবেন তৃণা সাহা এবং কৌশিক রায়। খবরটি প্রকাশ্যে আসার পর থেকে টেলিপাড়ার নতুন ত্রয়ীকে নিয়ে চর্চা কম নয়। কিন্তু এমন অবস্থায় 'ফুলঝুরি' মানালির আগাম পরিকল্পনা কী? ধারাবাহিক শেষের পর কী করছেন তিনি?
নিউজ১৮ বাংলাকে মানালি বলেন, "এই মুহূর্তে আমি কিছু করছি না। আপাতত নিজেকে সময় দেব। হাতে বেশ কয়েকটা কাজ আছে। কিন্তু চৃড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাই না।"
advertisement
advertisement
২০২১-এর জুলাইয়ে শুরু হয়েছিল 'ধুলোকণা'। বিগত দেড় বছরে একাধিক বার টিআরপি তালিকার শীর্ষে থেকেছে ধারাবাহিকটি। ইন্দ্রাশিস-মানালির পর্দার রসায়নও দর্শকদের পছন্দের। এত বার 'বাংলার সেরা' তকমা পেয়েও কেন হঠাৎ ধারাবাহিক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত? এই প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে অনুরাগীমহলে।
advertisement
সূত্রের খবর, ছোট পর্দা-সহ আরও নানা মাধ্যমে কাজের প্রস্তাব পেয়েছেন মানালি। ফুলঝুরির খোলস ত্যাগ করে নতুন ভাবে কোথায় ধরা দেবেন অভিনেত্রী? এখন সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2022 12:34 PM IST