Arijit Singh: অরিজিতের শ্যুটিং চলাকালীন গণ্ডগোল! গায়কের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই ধস্তাধস্তির অভিযোগ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Arijit Singh: জনপ্রিয় গায়ক অরিজিত্ সিং এবং তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ধস্তাধস্তির অভিযোগ আনলেন শান্তিনিকেতনের এক বাসিন্দা।
ইন্দ্রজিত্ রুজ, বীরভূম: জনপ্রিয় গায়ক অরিজিত্ সিং এবং তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ধস্তাধস্তির অভিযোগ আনলেন শান্তিনিকেতনের এক বাসিন্দা। শান্তিনিকেতনবাসী কমলাকান্ত লাহা যিনি নিজেও তিনি একজন শিল্পী। গায়কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তির জেরে আংটি খোয়া যাওয়ার অভিযোগও থানায় জানিয়েছেন তিনি।
কমলাকান্ত লাহার অভিযোগ গায়কের শ্যুটিং চলাকালীন তাঁর সঙ্গে গতকাল বুধবার ব্যবসায়িক কাজে কোপাই গ্রামের আগে ধর্মতলা এলাকায় যাওয়ার পথে, তালতোড় গ্রামে অরিজিৎ সিংয়ের শ্যুটিং চলছিল। সেখানে নিরাপত্তারক্ষীরা তাকে প্রায় পাঁচ মিনিট দাঁড়াতে বলেন। কিন্তু দশ মিনিট পার হলেও যেতে না দেওয়ায় তিনি এগোতে চাইলে, নিরাপত্তারক্ষীরা তাঁর মোটরবাইকের চাবি ও হেলমেট কেড়ে নেন এবং তাকে ধাক্কাধাক্কি করে এবং হেনস্থা করতে থাকেন বলেই অভিযোগ তাঁর। স্থানীয় শিল্পী কমলাকান্তের আরও অভিযোগ অরিজিতের নিরাপত্তারক্ষীরা পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করেন।
advertisement
advertisement
advertisement
পরে শান্তিনিকেতন থানার এক অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কমলাকান্তবাবুর অভিযোগ, এই ধস্তাধস্তির সময় তার হাতে থাকা একটি সোনার আংটি খোয়া যায়। এই ঘটনার পর তিনি অরিজিৎ সিং ও তাঁর নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। শিল্পীর অভিযোগ, ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত। এই ঘটনায় গায়ক অরিজিত্ সিং এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 5:47 PM IST