রটল রটনা, মালাইকা ছাড়ছেন আরবাজকে !
Last Updated:
এবার কি তাহলে মালাইকা আর আরবাজ ! গোটা বলিউড তোলপাড় ৷ খান বাড়িতে নাকি এখন একটাই আলোচনা ৷ ঘরের বউ মালাইকা ছেড়ে দিচ্ছেন স্বামী আরবাজ খানকে ৷
#মুম্বই: এবার কি তাহলে মালাইকা আর আরবাজ ! গোটা বলিউড তোলপাড় ৷ খান বাড়িতে নাকি এখন একটাই আলোচনা ৷ ঘরের বউ মালাইকা ছেড়ে দিচ্ছেন স্বামী আরবাজ খানকে ৷ হঠাৎ এমন ঘটল কেন ? মালাইকা-আরবাজ চুপচাপ ৷ তবে সব জল্পনা, গসিপ ও নিন্দে উড়িয়ে মালাইকার সেক্রেটারি জানিয়ে দিলেন, ‘নো ওয়ে.. মালাইকা আর আরবাজ দারুণ আছেন ৷ বিবাহ-বিচ্ছেদ নিয়ে কোনও প্ল্যান নেই ৷ সবই গুজব !’
কিছুদিন আগে বলিউডে ঘটল বিশাল ব্রেকআপ ৷ একদিকে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ, তো অন্যদিকে ফারহান আখতার- আধুনা ৷ আগের বছর তো শোরগোল মাতিয়ে আলাদা হলেন হৃত্বিক-সুজান ৷ অনেকেই ভেবেছিলেন সেই ব্রেকআপে হাওয়া লাগিয়েই হয়তো মালাইকা ও আরবাজ হচ্ছেন আলাদা ৷ কিন্তু সবই গুজব বলে জানানো হয়েছে খান বংশ থেকেই ৷ তা হঠাৎ এমন কথা রটল কেন ? গুঞ্জনে রয়েছেন, বেশ কিছুদিন হল আরবাজ-মালাইকা একসঙ্গে কোনও পার্টতে যাননি ৷ তার থেকেই নাকি সন্দেহ করা হয়েছে তিতো সম্পর্কের ৷ তবে আপাতত, খান দম্পতি মুখ না খুললে, সবই আবছা !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2016 6:12 PM IST