Mahima Chaudhry Breast Cancer: স্তন ক্যানসারে আক্রান্ত মহিমা চৌধুরি, চুল পড়ে যাওয়ায় চোখে জল অভিনেত্রীর
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
নিজের মা-বাবাকেও রোগের কথা বলেননি স্পষ্ট করে। তাঁর মা অনেক দিন ধরেই অসুস্থ। তাই নিজের শরীরের কথা বলে আর দুশ্চিন্তায় ফেলতে চান না কাউকে।
#মুম্বই: স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী মহিমা চৌধুরি। গত কয়েক মাস ধরে তাঁর চিকিৎসা চলছে মুম্বইয়ের হাসপাতালে। কেমোথেরাপির ফলে মাথার চুল পড়ে গিয়েছে মহিমার। ৯০ দশকের সুপারহিট নায়িকা সম্প্রতি সে কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের সাহায্যে।
সাহস পাচ্ছিলেন না মহিমা। নিজের মা-বাবাকেও রোগের কথা বলেননি স্পষ্ট করে। তাঁর মা অনেক দিন ধরেই অসুস্থ। তাই নিজের শরীরের কথা বলে আর দুশ্চিন্তায় ফেলতে চান না কাউকে। এমনকি এই কয়েক দিন অনুরাগীদের থেকেও দূরেই ছিলেন অভিনেত্রী। কিন্তু অনুপমের ভরসায় এই প্রথম জনসমক্ষে এলেন তিনি। জানালেন নিজের লড়াইয়ের কথা। আবেগে ভেসে কেঁদেও ফেললেন তিনি।
advertisement
অনুপম তাঁকে ফোন করে নতুন ছবিতে অভিনয় করানোর প্রস্তাব দিয়েছিলেন। তখনই তাঁকে মহিমা জানান যে তিনি হাসপাতালে রয়েছেন, কেমো চলছে। এবং তিনি অভিনয় করতে চান কিন্তু মাথার চুল পড়ে গিয়েছে বলে কোনও প্রস্তাবই গ্রহণ করতে পারছেন না।
advertisement
advertisement
কিন্তু অনুপম তাঁকে সাহস জোগান। ইতিমধ্যে দু'দিন শ্যুটিংও করেছেন তিনি। পরচুল পরতে হয়নি তাঁকে। ঠিক যেমনটি দেখতে এখন তাঁকে, তেমনই চেহারায় অভিনয় করছেন।
অনুপম একটি ভিডিয়ো করে লড়াকু মহিমার সঙ্গে আলাপ করালেন সবার। তাঁর লড়াইের গল্প শুনলেন সকলে। কী ভাবে প্রথম বার জানার সঙ্গে সঙ্গেই কেঁদে ফেলেছিলেন মহিমা, কী ভাবে কেমোর সময়ে ভয় পেয়েছিলেন তিনি, তার পর কী ভাবে এই অবস্থাতেও স্বাভাবিক জীবন যাপনের ইচ্ছা তাঁকে এগিয়ে নিয়ে চলেছে।
advertisement
আপাতত সুস্থ আছেন মহিমা। অস্ত্রোপচার হয়েছে। সম্ভবত আর কেমোর প্রয়োজনও নেই। ধীরে ধীরে একেবারে সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন নায়িকা নিজেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2022 1:14 PM IST