'বোটক্স' বিপদে মাধুরী দীক্ষিত, ব্যাপক ট্রোলড 'ধক ধক গার্ল'

Last Updated:

Madhuri Dixit : 'অত্যধিক বোটক্স' গ্রহণ করেছেন, ডিজাইনার লাল শাড়িতে ট্রোলড মাধুরী দীক্ষিত

#নিউ দিল্লি: বলিউডের ধাক ধাক গার্ল বলে পরিচিত মাধুরী দীক্ষিত। সারা বিশ্ব জুড়ে একটা বড় ফ্যান বেস তৈরি করেছেন নেনে। কয়েক বছর ধরে তিনি তাঁর মনোমুগ্ধকর হাসি এবং সুন্দর অভিনয়ের জন্য ভক্তদের মনের কাছের হয়ে থেকেছেন। তিনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পী। সম্প্রতি তাঁকে একটি নাচের রিয়েলিটি শোয়ের সেটে প্রকাশ্যে এসেছেন? তাঁর চেহারার পরিবর্তন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
ঝলক দিখ লা যা রিয়্যালিটি শোয়ের মঞ্চে সম্প্রতি দেখা গিয়েছে অভিনেত্রীকে। ডিজাইনার লাল শাড়িতে পোজ দিয়েছেন সেখানে তিনি। সঙ্গে ছিল একটি ডিজাইনার বেল্ট। অনেকে উল্লেখ করেছেন যে তিনি 'অত্যধিক বোটক্স' গ্রহণ করেছেন। আবার কেউ কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন।
advertisement
প্রসঙ্গত, মাধুরী দীক্ষিতের আগামী ছবির তালিকা অনেক লম্বা। তাতে রয়েছে মাজা মা। অভিনয়ে রয়েছেন গজরাজ রাও, ঋত্বিক ভৌম্ক, বারখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, রজিত কাপুর, সিমোনে সিং, সিবা চাড্ডা, মালহার ঠাকুর এবং নিনাদ কামাত।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বোটক্স' বিপদে মাধুরী দীক্ষিত, ব্যাপক ট্রোলড 'ধক ধক গার্ল'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement