চোখে কাজল, কপালে লাল টিপ, ভিজে চুলে পুজোর আগেই নজরকাড়া লুকে চমকে দিলেন নুসরত
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan : মহালয়ার দিন খাঁটি বাঙালি সাজে নুসরত। পরনে লাল পাড় সাদা শাড়ি
#কলকাতা: নুসরত জাহান! সম্প্রতি 'মহানায়ক' পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। তাঁকে নিয়ে নতুন কিছু বলার নেই। টলিউডের এই নায়িকার নামটাই তাঁর পরিচয়। নুসরত একা হাতে অনেক কিছু সামলান। সন্তানের দায়িত্ব, অভিনয় সেই সঙ্গে সাংসদ পদ। তবে নুসরতের মহালয়ার বেশ কিছু ছবি নজর কাড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
advertisement
advertisement
মহালয়ার দিন খাঁটি বাঙালি সাজে নুসরত। পরনে লাল পাড় সাদা শাড়ি। চোখে কাজল, কপালে লাল টিপ, পায়ে আলতা, ভিজে চুল... পিঠখোলা শাড়িতে হৃদয়ে দোলা দিয়ে গেল শত শত পুরুষের। সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ইতিমধ্যেই।
advertisement
বাওয়ালি রাজবাড়িতে ‘আগমনী’ স্পেশ্যাল এই শ্যুটিং সেরেছেন নুসরত। নিজেকে সাজাচ্ছেন কাজল আর লাল টিপে। পুকুর পাড়ে বসে আলতা পায়ে নূপূর পরছেন অভিনেত্রী! অন্যদিকে শিল্পী খুব যত্ন সহকারে মাকে সাজাচ্ছেন নিজ হাতে। রিলস-এ পিছনে বাজছে- ‘বাজলো তোমার আলোর বেণু’।
advertisement
সব ধর্মের সব দিনগুলিই সেলিব্রেট করেন বসিরহাটের তারকা-সাংসদ নুসরত জাহান রুহি। অভিনেত্রীর সমর্থনে এগিয়ে এলেথেন তাঁর ভক্তরা। নুসরতকে অসম্ভব সুন্দর লাগছে জানিয়েছেন অনুরাগীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2022 11:26 PM IST

