Madhumita Sarcar: এতেই চরম সুখ! কিসের টানে বারেবারে ফিরে যান মধুমিতা, দেখলে চোখ সরাতে পারবেন না

Last Updated:

Madhumita Sarcar: সময় পেতেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে ফ্রেশ অক্সিজেন নিতে নিজের প্রিয় জায়গায় চলে গেছেন নায়িকা৷ আপাতত কয়েকটা দিন শহরের কোলাহল ছেড়ে নিভৃতে সময় কাটাবেন অভিনেত্রী৷

কলকাতা: টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ হট অবতারে দর্শকদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়তই নজর কাড়ছেন অভিনেত্রী । আবারও শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। সময় পেতেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে ফ্রেশ অক্সিজেন নিতে নিজের প্রিয় জায়গায় চলে গেছেন নায়িকা৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন মধুমিতা৷ অভিনেত্রীর ভিডিও দেখেই বোঝা যাচ্ছে তিনি কোথায় গেছেন৷ কুয়াশায় ঢাকা পাহাড়ের কোলে ছুটি কাটাতে গেছেন মধুমিতা৷ আপাতত কয়েকটা দিন শহরের কোলাহল ছেড়ে নিভৃতে পাহাড়ে সময় কাটাবেন অভিনেত্রী৷ অভিনেত্রীর রিল ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ তিনি কি দার্জিলিং- এ গেছেন,তা জানতে চেয়েছেন ভক্তরা৷৷ দেখে নিন ভিডিওটি,
advertisement
advertisement
advertisement
মধুমিতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ি নির্জন রাস্তায় হেঁটে চলেছেন নায়িকা, ধূসর রঙের সোয়েটার,খোলা চুলে নো মেক আপ লুকে দেখা গিয়েছে মধুমিতাকে৷ রিল ভিডিওর ক্যাপশনেও অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, এখানেই তিনি ছোট ছোট সুখ খুঁজে পান এবং বারেবারে ফিরে আসেন৷ অভিনেত্রীর ভক্তরা সকলেই জানেন তিনি পাহাড়ে যেতে ঠিক কতটা ভালবাসেন৷ এবারও কাজ থেকে ছুটি মিলতেই সোজা চলে গেছেন পাহাড়ের কোলে৷ তবে কার সঙ্গে বেড়াতে গেলেন অভিনেত্রী তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ এবার তিনি একা নন, মা-কে নিয়ে এবার বেরিয়ে পড়েছেন নায়িকা৷ মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন নায়িকা৷ বেশ কিছুদিন ধরেই সময় মিলছিল না তাঁর৷ সিনেমা ও সিরিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নায়িকা৷
advertisement
‘চিনি ২’-এর শ্যুটিং শেষ করার পরই একটু সময় পেতেই বেরিয়ে পড়েছেন নিজের প্রিয় জায়গায়৷ উল্লেখ্য, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালবাসেন মধুমিতা সরকার৷ একাধিক চরিত্রে অভিনয় করে নিজের জায়গা করে নিয়েছেন নায়িকা৷ তবে তাঁর অভিনীত এত চরিত্রের মধ্যে পাখি চরিত্রটি এখনও সকলের মনে রয়ে গেছে৷ আবার পাখিকে দেখছেন দর্শক৷ কারণ আবার স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে মধুমিতা ও যশ দাশগুপ্তের জনপ্রিয় সিরিয়াল বোঝে না সে বোঝে না৷ এই ধারাবাহিকেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন মধুমিতা সরকার৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhumita Sarcar: এতেই চরম সুখ! কিসের টানে বারেবারে ফিরে যান মধুমিতা, দেখলে চোখ সরাতে পারবেন না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement