Lust Stories 2 Neena Gupta: ওই অভিনেতাকে চুমু খাওয়ার পর ডেটল দিয়ে মুখ ধুয়েছিলাম: নীনা গুপ্তা

Last Updated:

Lust Stories 2 Neena Gupta: সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে বলতে গিয়ে নীনা গুপ্তা শেয়ার করেছেন প্রথম চুম্বন দৃশ্যের কথা। সেই অভিনেতা কে ছিল জানুন।

নীনা গুপ্তা
নীনা গুপ্তা
মুম্বই: লাস্ট স্টোরিজ ২ মুক্তির অপেক্ষায়। তার আগে নিজের প্রথম অন-স্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করলেন অভিনেত্রী নীনা গুপ্তা। নীনা বরাবরই ছকভাঙা। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ভিভ রিচার্ডসের প্রেমে পড়ে অবিবাহিত নীনাই কন্যাসন্তানের মা হয়েছিলেন। সম্প্রতি তাঁকে অভিনয় করতে দেখা যাবে লাস্ট স্টোরিজ ২ সিরিজে।
একটি সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে বলতে গিয়ে নীনা শেয়ার করেছেন প্রথম চুম্বন দৃশ্যের কথা। টেলিভিশনের সেই শো-এর নাম ছিল ‘দিল্লাগি’। সিনের পর সারা রাত ঘুমোতে পারেননি বলে জানান নীনা। তিনি বলেছেন, ‘অভিনেতা হিসেবে আপনাকে সব ধরনের দৃশ্যে অভিনয় করতে হয়। কখনও কাদা মাখতে হবে, কখনও প্রখর সূর্যের তাপে দাঁড়াতে হবে। আমি বহু বছর আগে দিলীপ ধাওয়ানের সঙ্গে একটি সিরিয়াল করেছিলাম।’
advertisement
আরও পড়ুন: অরিজিত সিংয়ের গান গেয়ে ক্ষমাপ্রার্থী ‘পাসুরি’ গায়ক আলি শেঠি, দেখুন সেই ভিডিও
বলিউড ইনস্টান্টকে দেওয়া সাক্ষাৎকারে নীনা আরও বলেন, ‘ওটা ছিল অন-স্ক্রিনে আমার প্রথম ঠোঁটে ঠোঁটে চুম্বন। আমি সারা রাত ঘুমোতে পারিনি তারপর।’ তিনি আরও জানান, প্রথমবার স্ক্রিনে চুম্বন দৃশ্যে অভিনয় করতে তাঁর সমস্যা হয়েছিল। তিনি শারীরিক ও মানসিক ভাবে তার জন্য প্রস্তুতও ছিলেন না। নীনার দাবি, ‘কোনও মানুষ স্ক্রিনে হাসাতে পারে না, কেউ কেউ কাঁদতে পারে না। আমি চুম্বন দৃশ্যের পর ডেটল দিয়ে মুখ ধুয়েছিলাম।’
advertisement
advertisement
আরও পড়ুন: কান্নাকাটি-চিৎকার-গালিগালাজ! মেয়ে এষার বিয়েতে পৌঁছে বাবা ধর্মেন্দ্রর এমন রূপ? জানুন সেদিন আসলে কী হয়েছিল
অভিনেত্রীর দাবি, অচেনা ব্যক্তিকে চুমু খাওয়া তাঁর পক্ষে খুবই সমস্যার। বহু ছবিতে কাজ করেছেন নীনা গুপ্তা। বলিউডের অন্যতম সেরা প্রবীণ অভিনেত্রী তিনি। কয়েকদিন আগেই অমিতাভ বচ্চন ও রশ্মিকা মন্দানার সঙ্গে গুডবাই ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সামনেই রয়েছে লাস্ট স্টোরিজ ২।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lust Stories 2 Neena Gupta: ওই অভিনেতাকে চুমু খাওয়ার পর ডেটল দিয়ে মুখ ধুয়েছিলাম: নীনা গুপ্তা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement