Arijit Singh Ali Sethi Row: অরিজিত সিংয়ের গান গেয়ে ক্ষমাপ্রার্থী 'পাসুরি' গায়ক আলি শেঠি, দেখুন সেই ভিডিও

Last Updated:

Arijit Singh Ali Sethi Row: অরিজিতের গাওয়া 'আয়াত' গানটিও একবার গেয়েছিলেন আলি। দেখুন সেই লাইভ ভিডিও।

কলকাতা: ফের শিরোনামে অরিজিৎ সিং। তবে এবার পাকিস্তানি শিল্পী আলি শেঠির গাওয়া জনপ্রিয় গান ‘পাসুরি’-র রিমেক গেয়ে। কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান অভিনীত নতুন ছবি ‘সত্যপ্রেম কি কথা’ ছবির নতুন গান ‘পাসুরি নু’। আলি শেঠি ও শেই গিলের গাওয়া জনপ্রিয় পাকিস্তানি গান ‘পাসুরি’র রিমেক এটি। আসল গানটি হয়েছিল পাকিস্তানের কোক স্টুডিওতে।
তবে অরিজিতের গাওয়া ‘আয়াত’ গানটিও একবার গেয়েছিলেন আলি। বাজিরাও মস্তানি ছবিতে অরিজিতের গাওয়া গানটি গেয়েছিলেন আলি, অরিজিতের কাছে ক্ষমাও চেয়েছিলেন সেই সময়। একটি লাইভ সেশনে বসে পাকিস্তানি গায়ক আলি গেয়েছিলেন আয়াত। গানটি গাওয়ার আগে অরিজিতের ভুয়শী প্রশংসা করতেও ছাড়েননি আলি। যদিও অরিজিৎ কখনওই আলির এই ভার্সন নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি।
advertisement
advertisement
আরও পড়ুন: ফ্যামিলি ম্যান করার জন্য কত টাকা পেয়েছেন মনোজ বাজপেয়ী? শাহরুখ-সলমানকে টেনে বিস্ফোরক দাবি অভিনেতার
যদিও পাসুরির রিমেক মোটেই মনে ধরেনি অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় বেশ রোষের মুখেই পড়তে হয়েছে এই গানকে। কেউ এই গানটির নিন্দা করেছেন, কেউ আবার অরিজিতের পাশেও দাঁড়িয়েছেন এই বিষয়ে। এই পক্ষে বিপক্ষের মধ্যেই অরিজিৎ সিংহের নামের একটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ট্যুইট আসে একটি। এক অনুরাগী ট্যুইট করেছিলেন, ‘বলিউডের সেরা গায়ক হওয়ার পরেও আপনি কেন এই গানটা গাইতে রাজি হলেন? বাতিল করলেন না?’
advertisement
আরও পড়ুন: ছেলে করণের বিয়েতে ‘খুশি নন’ মা! সানি দেওলের স্ত্রী পূজার ছবি ঘিরে তোলপাড়
এই ট্যুইটের উত্তরে অরিজিৎ লেখেন, ‘বুঝেছি। আসলে গানের নির্মাতারা আমায় কথা দিয়েছিলেন, অনগ্রসর শিশুদের একটি স্কুলের জন্য এক বছরের খরচ দেবেন। সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য না হয় একটু গালিগালাজ খেয়ে নেব।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Ali Sethi Row: অরিজিত সিংয়ের গান গেয়ে ক্ষমাপ্রার্থী 'পাসুরি' গায়ক আলি শেঠি, দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement