Love Storiyaan: 'লাভ স্টোরিয়া' বাঙালি ‌যুগলের গল্প! বিশ্বের ৫ দেশে কেন নিষিদ্ধ করণ জোহরের রিয়েল লাইভ সিরিজ? জানুন

Last Updated:

Love Storiyaan: সিরিজের তিস্তা দীপনের গল্প ব্যান্ড হয়ে গেছে পৃথিবীর ৫ টা দেশে। এমন কি আছে সেই গল্পে যা ওই দেশগুলোতে দেখানো যাবে না! জানুন

মুম্বই: কলকাতার শহরতলীর এক সাদামাটা ফ্ল্যাটে জীবন যাপন তিস্তা আর দীপনের। আর সেই জীবন উঠে এসেছে করণ জোহরের ভ্যালেন্টাইন ডে স্পেশাল রিয়েল লাইভ সিরিজ “লাভ স্টোরিয়া”-র গল্পে। অ্যামাজন প্রাইমে ভালবাসার দিন ১৪ই ফেব্রুয়ারি মুম্বাইতে ঘটা করে রিলিজ হয়েছে। আর ক’দিনের মধ্যে সেই সিরিজের তিস্তা দীপনের গল্প ব্যান্ড হয়ে গেছে পৃথিবীর ৫ টা দেশে। এমন কি আছে সেই গল্পে যা ওই দেশগুলোতে দেখানো যাবে না। এই গল্পে আছে দু’জন মানুষের জীবনযুদ্ধের লড়াইয়ের কাহিনি। আর সেই জীবন যুদ্ধ পেটের তাগিতে নয়। সেই জীবন যুদ্ধ সমাজে অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে।
লাভ স্টোরিয়ার ৬টা প্রেমর গল্প ছ’জোড়া জীবনের বাস্তব প্রেমের কাহিনি। গোটা ভরতবর্ষের থেকে খুঁজে নেওয়া হয়েছে ছ’টি বেস্ট প্রেমের গল্প। করণ জোহরের ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রোডাকশন অক্ষয় ইন্দিকার, অর্চনা ফাড়কে, কলিন ডি’কুনহা, হার্দিক মেহতা, শাজিয়া ইকবাল এবং বিবেক সোনি- ছজনের পরিচালনায় গল্পগুলি তৈরি হয়েছে। সেখানেই ঠাঁই পেয়েছে বাংলার তিস্তা আর দীপনের প্রেম কাহিনি। কিন্তু বাকি পাঁচটা গোটা বিশ্বে দেখা গেলেও Love Beyond Labels ব্যান হয়েছে সং‌যুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, টার্কি, ইন্দোনেশিয়া আর মিশরে। কী আছে এই সত্যি ঘটনা অবলম্বনে তৈরি সিরিজের এই পর্বে ! ‌যার জন্য Love Beyond Labels-কে ব্যান করে দিল এই দেশ গুলো।
advertisement
advertisement
একটা বেসরকারি ব্যাঙ্কে চাকরি করে দীপন আর তিস্তা চালায় একটা স্বেচ্ছাসেবী সংস্থা। আর পাঁচটা গড়পড়তা বাঙালির মতই তাদের জীবন। তবুও তাদের প্রেমকাহিনীতে এমন এক গল্প আছে ‌যে এই সব দেশে তা দেখানো ‌যাবে না! আসলে বায়োলজিক্যালি অর্থাৎ শরীরিক ভাবে দীপন আর তিস্তা বর্তমানে নারী পুরুষ হলেও আসলে তাঁরা ট্রন্সজেন্ডার অর্থাৎ রূপান্তরকামী। সমাজের সঙ্গে, পরিবারের সঙ্গে সর্বপোরি নিজের সঙ্গে ‌যুদ্ধ করে শান্তনু হয়েছে তিস্তা আর দীপান্বিতা হয়েছে দীপন। আর এই লড়াই করতে গিয়ে একে অপরের সঙ্গে জড়িয়ে গেছেন সারা জীবনের জন্য। ২০১৭-এ বাংলা দেখেছে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ধুমধাম করে সানাই বাজিয়ে মালাবদল করে দুই রূপান্তকামীর বিয়ে। তিস্তা আর দীপনের জুটি বাঁধা উঠে এসেছে খবরের শিরোনামে।
advertisement
তবে এই পথটা খুব সহজ ছিল না তাঁদের কাছে এটা বলাই বাহুল্য। অসমে ছোট্ট শহর লামডিং থেকে এই মেগাসিটি কলকাতায় এসে শুধু বেঁচে থাকার লড়াই নয় তার সঙ্গে নিজের অস্তিত্ত্ব প্রমাণ করতে দীপান্বিতা থেকে দীপন হতে কম কাঠখড় পোড়াতে হয়নি, পাশে পেয়েছিলেন তিস্তাকে। ততদিনে তিস্তা পেরিয়ে এসেছে তার লড়াই। শান্তনু থেকে তিস্তা হওয়া পিছনেও রয়েছে অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনার গল্প। আর এই ‌যাত্রাপথে গল্পই উঠে এসেছে করণ জোহারের সিরিজ লাভ স্টোরিয়ার Love Beyond Labels পর্বে। শুধুমাত্র রূপান্তকামীতা অর্থাৎ LGBTQIA+-কে মান্যতা না দেওয়ার কারণেই এই পর্ব বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচ দেশে। তিস্তা ও দীপনের কথায়, তাঁদের কাছে মনুষ্যত্ব সবার আগে। ছোট থেকে মন আর শরীরের দ্বন্দ নিয়ে বড় হওয়া এই দুই মানুষ বর্তমানে রূপান্তকামী পাশে থাকেন সবসময়ে। তাদের ‌যে তিক্ত পথ অতিক্রম করতে হয়েছে পরবর্তীতে অন্যদের পাশে থেকে ভরসা ‌যোগান তাঁরা।
advertisement
শিপ্রা রায়
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Love Storiyaan: 'লাভ স্টোরিয়া' বাঙালি ‌যুগলের গল্প! বিশ্বের ৫ দেশে কেন নিষিদ্ধ করণ জোহরের রিয়েল লাইভ সিরিজ? জানুন
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement