আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, নয়া অবতারে সুরেলা জুটি লোপা-জয়, রইল ছবি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
গায়ক শ্রীকান্ত আচার্য লিখেছেন, 'এই বাহন'টি কলকাতায় নিয়ে এসো। মাঝে মাঝে বাড়ি থেকে এটায় চেপে জয় আর তুমি রাদু'তে চা খেতে আসবে... বেশ মজার ব্যাপার হবে।' গায়িকা জোজো আবার আবদার জানালেন, 'আমিও চড়ব'।
#কলকাতা: গান দিয়ে যায় চেনা। এমনই এক জুটি লোপমুদ্রা মিত্র এবং জয় সরকার। ২১ বছর হয়ে গেল এই জুটির দাম্পত্যের। তার পরেও তাঁদের দেখে মনে হয়, যেন সদ্য প্রেমে পড়েছেন। বারবার তেমনই মিষ্টি, মধুর, খুনসুটি মাখা রসায়নের প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায়। এবারও ভক্তদের হতাশ করলেন না লোপা-জয়।
নতুন ছবিতে ফের নির্মল আনন্দ দিলেন বাংলার অন্যতম জনপ্রিয় সুরেলা জুটি। সমুদ্রে বেড়াতে গিয়ে এক ধরনের বাইকে চেপে ঘুরছেন তাঁরা। বিশেষ বাহনে চেপে মুখে তাঁদের শিশুসুলভ হাসি। ছবির ক্যাপশন হিসেবে লোপামুদ্রা ধার করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পংক্তি, 'আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে'। সেই সঙ্গে গায়িকা তাঁর মূলমন্ত্রটিও হ্যাশট্যাগে লিখলেন, 'হৈ হৈ করে বাঁচি'।
advertisement
advertisement
ছবি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। সঙ্গীতশিল্পীদের বন্ধুবান্ধব এবং তারকাদের মধ্যেও অনেকেই মন্তব্য করেছেন সেই ছবির তলায়।
advertisement
গায়ক শ্রীকান্ত আচার্য লিখেছেন, 'এই বাহন'টি কলকাতায় নিয়ে এসো। মাঝে মাঝে বাড়ি থেকে এটায় চেপে জয় আর তুমি রাদু'তে চা খেতে আসবে... বেশ মজার ব্যাপার হবে।' গায়িকা জোজো আবার আবদার জানালেন, 'আমিও চড়ব'। গায়ক সৌমিত্র রায় ঠাট্টা করে লিখেছেন, 'খাইসে, লোপা গাড়ি চালাইসে।' বাচিকশিল্পী বিজয়লক্ষ্মী বর্মণ মন্তব্য করেছেন, 'উরিব্বাস!'।
advertisement
একাধিক ভক্ত প্রার্থনা করেছেন, তাঁদের জুটি যেন চিরকাল এমনই থাকে। কেউ আবার তাঁদের উত্তমকুমার এবং সুচিত্রা সেনের জুটির সঙ্গেও তুলনা করেছেন। শিল্পী দম্পতির এই ছবিতে মোটামুটি আড্ডার আসর বসে গিয়েছে যেন ফেসবুকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 4:51 PM IST