Lock Upp Premiere: আইনি বিপাকে 'লক আপ', আজ থেকে কঙ্গনার শো শুরু না-ও হতে পারে!

Last Updated:

কিন্তু আচমকা কেন এমন হল? প্রতিযোগীদের নাম যেখানে প্রকাশ্যে চলে আসছে, সেখানে শো কেন পিছিয়ে যাচ্ছে? (Lock Upp Premiere)

Lock Upp Premiere
Lock Upp Premiere
#মুম্বই: বলিউডের 'কুইন' কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) রিয়ালিটি শো লক আপ নিয়ে চর্চা চলছে জোরকদমে (Lock Upp Premiere)। সলমান খানের বিগ বস-কে টক্কর দিতেই নাকি এমন শো-এর ভাবনা একতা কাপুরের। আর সেই শো-এ মুখ আবার কঙ্গনা রানাওয়াত, যার নামের সঙ্গেই জড়িয়ে গিয়েছে বিতর্ক। সেই শো-এর রবিবার, ২৭ জানুয়ারি প্রিমিয়ার হওয়ার কথা (Lock Upp Premiere)। কিন্তু, শোনা যাচ্ছে লক আপের প্রিমিয়ার নাকি পিছিয়ে যেতে পারে। কিন্তু আচমকা কেন এমন হল? প্রতিযোগীদের নাম যেখানে প্রকাশ্যে চলে আসছে, সেখানে শো কেন পিছিয়ে যাচ্ছে? (Lock Upp Premiere)
শনিবার লক আপ-এর প্রযোজক একতা কাপুর একটি প্রোমো শেয়ার করেছেন। সেখানে প্রতিযোগী হিসেবে করণবীর বোহরা থাকবেন জানিয়েছেন। কিন্তু শো-এর প্রিমিয়ারের তারিখ সেখানে জানানো হয়নি। আসলে, এটা গোটা শো-এ কনসেপ্ট চুরির অভিযোগ উঠেছিল আগেই। সেই অভিযোগ নিয়েই আইনি জটিলতার কারণেই নাকি শো-এর প্রিমিয়ার পিছিয়ে দিতে পারেন নির্মাতারা। যদিও লক আপ পিছিয়ে যাওয়া িনয়ে এখনও নিশ্চিত করে কিছু ঘোষণা করা হয়নি।
advertisement
আরও পড়ুন: ফারহান-শিবানির বিয়ের পার্টিতেও শাহরুখ খানের দেখা নেই, হাজির গোটা পরিবার! কিন্তু কেন?
জানা যাচ্ছে, আইনি জটিলতার মুখে পড়েছে কঙ্গনা রানাওয়াত এবং একতা কাপুরের রিয়ালিটি শো লক আপ। হায়দরাবাদের এক আদালতের তরফে স্থগিতাদেশ জারি করা হয়েছে এই শো-এ উপর। ফলে প্রোমোশন থেকে বদলে গিয়েছে শো শুরু হওয়ার তারিখ। ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা শো-টির। তার বদলে এখন বলা হচ্ছে, শীঘ্র আসছে। ফলে ভক্তদের মনে প্রশ্ন, রবিবার কি আদৌ শুরু হবে লক আপ?
advertisement
advertisement
আরও পড়ুন: মলদ্বীপের সমুদ্রসৈকতে 'বিকিনি বেব' রাকুল প্রীত, শরীরী বিভঙ্গে মাত ভক্তরা...
হালে সানোবার বেইজ নামের এক ব্যক্তি লক আপ নামের শো-টির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। তাঁর বক্তব্য ছিল, এই শো-টির পরিকল্পনা তাঁদের আগে থেকেই ছিল। এবং সেই শো-টির জন্য তিনি এবং তাঁর সহকর্মীরা দীর্ঘ দিন ধরেই কাজ করছেন। লকডাউনের জন্য সেই কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু এই শো-এর পরিকল্পনা তাঁদের করোনাকালের আগে থেকেই। তার সপক্ষে তাঁদের হাতে প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন সানোবার। এর পরেই আদালতের তরফে লক আপ-এর উপর আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে। একতা কাপুরের প্রযোজনা সংস্থা, ওটিটি মাধ্যম এবং সহযোগী সংস্থাদের জানানো হয়েছে আপাতত যেন এই শো-টি দেখানো না হয়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lock Upp Premiere: আইনি বিপাকে 'লক আপ', আজ থেকে কঙ্গনার শো শুরু না-ও হতে পারে!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement