‘ ঋতু আমাকেও তুই করেই বলত ’
Last Updated:
ঋতুপর্ণ ঘোষের জন্মদিন ৷ তাঁর জন্মদিনে লিলি চক্রবর্তী অনুভূতি ভাগ করে নিলেন নিউজ এইটিন বাংলা ডট কমের সঙ্গে ৷
#কলকাতা: আমাকেও ও তুই করেই বলত ৷ আমিও ঋতুকে তুই করে বলতাম ৷ ‘চোখের বালির’শুটিং চলছে তখন ৷ ঋতু এসে আমার চুল আর মেকআপটা সেট করে দিল ৷ কয়েকটা টেক নেওয়ার পর আমরা সবাই মিলে ছবি তুলছি ৷ এমন সময় দেখি ঋতুর মা শুটিং সেটে হাজির ৷ আমার সঙ্গে এসে উনি গল্প শুরু করলেন ৷ আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম,‘‘আচ্ছা ঋতু কী আপনাকেও তুই করে বলে?’’ সে শুনে বড্ড হেসে বলেছিলেন, ‘‘ও বড্ড পাজি, কী আর বলব বলুন’’
আজ সেই সব মজার দিনগুলোর কথা বড্ড মনে পড়ছে ৷ ঋতুকে বড্ড মিস করি ৷ ওর সেই হাসি সে কী কোনদিনও ভোলা যায়!
advertisement
‘চোখের বালি’ ছবিতে রাজলক্ষ্মীর চরিত্রে লিলি চক্রবর্তী ৷
প্রথম আলাপ একটা ফুড প্রডাক্টের কাজে ৷ সেই অভিজ্ঞতা দারুণ ছিল ৷ এরপর মাঝখান দিয়ে অনেকটা সময় কেটে গিয়েছিল ৷ ওর সঙ্গে একটা সিরিয়ালে কাজ করার কথা হয়েছিল ৷ তবে শেষ পর্যন্ত কাজটা করা হয়ে ওঠেনি ৷
advertisement
তার পর একদিন সকালে ও আমায় ‘চোখের বালি’তে কাজ করার অফার দেয় ৷ মহেন্দ্র’র মা রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করতে হবে ৷
কাজ শুরু হল-এত ভাল পরিচালক ও সে তো বলে বোঝানো যাবে না ৷ এত বছর ধরে অভিনয় তো করেছি, এত বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছি ৷ কিন্তু ঋতুর সঙ্গে কাজ করতে বিন্দু মাত্রও অসুবিধে হয়নি আমার ৷ আর সবথেকে বড় কথা ওর লেখা ডায়লগগুলোর বিশেষত্ব রয়েছে ৷ কেন না অভিনেত্রী হিসেবে ঋতুর লেখা ডায়লগগুলো ছিল অত্যন্ত সহজ সরল ৷ ডায়লগ বলতে কোনওরকম অসুবিধেই হত না ৷
advertisement
‘চোখের বালি’ ছবিতে রাজলক্ষ্মীর চরিত্রে লিলি চক্রবর্তী ৷
অনেকেই ডায়লগ লেখেন, সেখানে নিজেদের বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা লাগাতে হয় ৷ কিন্তু ঋতুর স্ক্রিপ্টের জন্য বিশেষ করে জোর লাগাতে হত না ৷
এখনও মনে আছে-শুটিংয়ের আগে ঋতু এত ভাল করে বুঝিয়ে দিত, সেই কারণে কোনও অসুবিধে হত না ৷ এমনকী ভাল কাজ হলে বলত-‘ভাল হয়েছে’৷ খারাপ হলে সেটাও মুখের উপর বলে দিত ৷ বলত ‘‘ধুৎ, খুব খারাপ হয়েছে ৷ আরও একবার টেক দে৷’’
advertisement
যেখানে দেখা হত এক গাল হেসে জড়িয়ে ধরত ৷ হয়তো ওর পোশাকের জন্য আমি ওকে চিনতে পারিনি ৷ ঋতু দূর থেকে এসে বলত, ‘‘কী গো চিনতে পারোনি ৷ কথা বললে না যে...’’ এমন করে স্পষ্ট কথা আর কে বলতে পারে!
অনুলিখন: অমৃত হালদার ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2018 3:52 PM IST