#মুম্বই: সিদ্ধার্থ শুক্লর মৃত্যু পরে দিন যে দিন থেকে বাইরে বেরিয়ে নতুন করে জীবন শুরু করেছেন, সেই মুহূর্ত থেকেই নেটপাড়ার বাসিন্দাদের চক্ষুশূল অভিনেত্রী শেহনাজ গিল। সিদ্ধার্থের ভক্তদের মতে, শেহনাজ প্রয়াত অভিনেতাকে ভুলে যাচ্ছেন। সেই নিয়ে বিভিন্ন কটাক্ষ শুনতে হয় তাঁকে। মাসখানেক আগে ইদের পার্টিতে সলমন খানকে জড়িয়ে ধরে ঘাড়ে চুম্বন করার জন্যেও সমালোচনার শিকার হয়েছিলেন শেহনাজ। এ বারও একই কাণ্ড। কটাক্ষে বিদ্ধ নায়িকা।
View this post on Instagram
সম্প্রতি একটি হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শেহনাজ। সাদা সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। তাঁর রূপে মুগ্ধতা প্রকাশ করেন তাঁর ভক্তরা। কিন্তু প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয় তাঁকে৷ কটাক্ষকারীদের দাবি, ‘কেন তিনি চটি পরে নারকেল ভাঙবেন? নারকেল ভাঙার মতো পবিত্র কাজে কী কী নিয়ম রয়েছে তা কি জানেন না?’ কারও বক্তব্য, ‘সব সময়ে ছোট শিশু সাজার চেষ্টা।’
আরও পড়ুন: আজ তিনি কিং খান! কিন্তু এক সময়ে অমিতাভের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল শাহরুখকে
এখানেই থেমে থাকেনি কটাক্ষ। জল গড়িয়েছে অনেক দূর। সিদ্ধার্থের প্রসঙ্গ তুলেছেন কেউ কেউ। তাঁরা লিখেছেন, ‘সিদ্ধার্থকে ভুলেই গিয়েছেন শেহনাজ। অন্তত প্রয়াত অভিনেতার মায়ের সঙ্গে দেখা করে আসতে পারেন শেহনাজ। সিদ্ধার্থের মা কেমন আছে, সে সবের খোঁজ রাখেন না নায়িকা।’ কেউ আবার লিখেছেন, ‘শেহনাজ এখন আরবাজ খানের প্রেমিকার সঙ্গে মদ খেয়ে পার্টি করেন। তাঁকে দিয়ে নারকেল ভাঙার মতো কাজ করানোই উচিত নয়।’
আরও পড়ুন: করিনার সঙ্গে খুদে জেহ-কেও দেখা যাবে 'লাল সিং চাড্ডা'তে? নায়িকার পোস্ট ঘিরে জল্পনা
২০২১ সালের ২ সেপ্টেম্বর ‘বিগ বস ১৩’ জয়ী সিদ্ধার্থ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তার পরে শেহনাজ বহু দিন পর্যন্ত ক্যামেরার সামনে আসেননি। শোনা গিয়েছিল, তিনি প্রেমিকের মৃত্যুর শোকে বাড়ি থেকেই বেরোতে পারছিলেন না। মাসখানেক পরে পঞ্জাবি ছবি ‘হঁসলা রাখ’-এর মুক্তির জন্য জনসমক্ষে আসেন শেহনাজ। এখন ধীরে ধীরে নিজের পেশাগত জীবনে এগিয়ে চলেছেন তিনি। খুব সম্প্রতি প্রথম বলিউড ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’র শ্যুটিং শুরু করেছেন। অভিনেতা জেসি গিলের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।