কিন্তু ততদিনে দর্শকরা এই শোয়ের মঞ্চে বিগবিকে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। ব্যারিটোন কন্ঠে অমিতাভ বচ্চন যেভাবে বলেন, 'লক কর দিয়া যায়?' রাতে মুগ্ধ দর্শকরা। সেই জন্যই মনে করা হয় বিগবির জায়গায় কিং খানকে সে ভাবে গ্রহণ করতে পারেননি দর্শক। আর তাই টিআরপির দৌড়েও বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল এই শো।