Lata Mangeshkar : করোনার সঙ্গে আছে নিউমোনিয়া! কেমন আছেন লতা মঙ্গেশকর, কবে হাসপাতাল থেকে ফিরছেন

Last Updated:

Lata Mangeshkar :মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, করোনার পাশাপাশি তাঁর নিউমোনিয়াও রয়েছে তাঁর।

File Photo Of Lata Mangeshkar
File Photo Of Lata Mangeshkar
#মুম্বই: করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে রয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বয়স অনেক বেশি বলেই করোনা ধরা পড়ার পর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, করোনার পাশাপাশি তাঁর নিউমোনিয়াও রয়েছে তাঁর।
জানা যাচ্ছে, চিকিৎসকরা আরও ১০ থেকে ১২ দিন লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) আইসিইউতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সুর সম্রাজ্ঞীর চিকিৎসার জন্য আলাদা করে চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন হয়েছে। করোনা ও নিউমোনিয়া দুটির জন্যই তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তবে এখনও পর্যন্ত গায়িকার অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেনের কোনও প্রয়োজন পড়েনি।
তবে মঙ্গলবার নয়। শনিবারই ব্রিচক্যান্ডি হাসপাতালে নিউমোনিয়ার জন্য ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। হাসপাতাল কর্তৃপক্ষ এমনই জানিয়েছে। তবে করোনা রয়েছে পরিবারের সদস্যরা সেভাবে হাসপাতালে গিয়ে দেখতে পারছেন না লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar)। লতার বোন ঊষা মঙ্গেশকর জানিয়েছেন, খুব শীঘ্র লতাকে ছাড়া হবে না হাসপাতাল থেকে। বর্তমানে বর্ষীয়ান গায়িকার বয়স ৯২।
advertisement
advertisement
এর আগে ২০১৯ সালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। তাঁর ছোট বোন ঊষা মঙ্গেশকর জানিয়েছিলেন, সেই সময় ভাইরাল ইনফেকশনও হয়েছিল সুর সম্রাজ্ঞীর। লতা মঙ্গেশকর বেশ কয়েক বছর ধরেই গৃহবন্দি। বাইরে খুব বেশি বেরোন না। মনে করা হচ্ছে, লতা মঙ্গেশকরের ঘনিষ্ঠ কেউ অথবা বাড়ির পরিচারিকার থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি।
advertisement
প্রসঙ্গত, মুম্বইতে করোনা আক্রান্তের সংখ্যা রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা দেশেও করোনা সংক্রমণের সংখ্যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। করোনার তৃতীয় ঢেউতে প্রায় রোজই নতুন সংক্রমণের ঘটনা উঠে আসছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar : করোনার সঙ্গে আছে নিউমোনিয়া! কেমন আছেন লতা মঙ্গেশকর, কবে হাসপাতাল থেকে ফিরছেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement