Lata Mangeskar: জানেন, কেন নিজের গাওয়া গান ভুলেও কখনও শুনতেন না প্রয়াত লতা মঙ্গেশকর?

Last Updated:

Lata Mangeskar Passes Away: ২০২০ সালে লতা মঙ্গেশকর জানান, তিনি যদি নিজের গান শোনেন তবে সেগুলির মধ্যে ভুল খুঁজে পাবেন লতা।

শিল্পীর প্রযাণে কবি-শোক
শিল্পীর প্রযাণে কবি-শোক
#মুম্বই: প্রায় একমাস ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি থাকার পরে অবশেষে বিদায় নিলেন সুরের সরস্বতী কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeskar)। সারা দেশকে কাঁদিয়ে নিজের অমূল্য সেই সুরের মায়া গুটিয়ে চলে গেলেন ‘নাইটিংগেল অব ইন্ডিয়া’ (Lata Mangeskar)। ৬ ফেব্রুয়ারি রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লতা মঙ্গেশকর, যিনি প্রায় আট দশক ধরে সারা ভারতকে নিজের কণ্ঠের মাধুর্যে মুগ্ধ করে রেখেছিলেন। ৩৬ টি ভাষায় ২৫,০০০ এরও বেশি গান গেয়েছিলেন লতা (Lata Mangeskar)। অ্যায় মেরে ওয়াতান কে লোগো, অ্যায়সা দেশ হ্যায় মেরা, হামকো হামিসে চুরা লো, ইয়ে গালিয়াঁ ইয়ে চৌবারা, দিদি তেরা দেওর দিওয়ানা, দিল তো পাগল হ্যায়, তেরে লিয়ে, জিন্দেগি প্যার কা গীত হ্যায় এবং আরও অজস্র অনন্য গান দিয়ে নিজের রঙিন সঙ্গীতযাপন এঁকেছেন লতা মঙ্গেশকর।
তবে অনেকেই জানেন না, কখনও নিজের গান আর শুনতেন না লতা (Lata Mangeskar)। ২০২০ সালে লতা মঙ্গেশকর জানান, তিনি যদি নিজের গান শোনেন তবে সেগুলির মধ্যে ভুল খুঁজে পাবেন। “কখনই না! আমি কখনও আমার নিজের গাওয়া গান শুনি না। যদি শুনি, আমার গানে নিজের একশোটা ভুল খুঁজে পাব! এর আগেও, একবার গানের রেকর্ডিং শেষ করলে আমি আর ফিরেও শুনতাম না,” বলেছিলেন লতা। এমনই সঙ্গীত নিবেদিত প্রাণ ছিল সুরসম্রাজ্ঞীর যে তিনি মনে করতেন নিজের প্রতিটি গান আগের গানের চেয়ে ভালো হতে হবে। “যদি আমি আমার গানগুলো শুনি, আমার মনে হয় আমি আরও ভালো গাইতে পারতাম, আমার সৃজনশীল মনকে প্রয়োগ করতে পারতাম, আরও উচ্চ মানে গানটাকে নিয়ে যেতে পারতাম,” পরে দ্য হিন্দুকে অন্য একটি সাক্ষাত্কারে বলেছিলেন লতা।
advertisement
advertisement
মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে লতার চিকিৎসক ডাঃ প্রতীত সামদানি একটি বিবৃতি প্রকাশ করে জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে প্রয়াত হয়েছেন গায়িকা। “অত্যন্ত গভীর শোকের সঙ্গে সকাল ৮:১২ মিনিটে লতা মঙ্গেশকরের প্রয়াণের কথা ঘোষণা করছি। COVID19 সংক্রমণের পরে হাসপাতালে ভর্তি হওয়ার ২৮ দিনেরও বেশি পরে বহু অঙ্গ বিকল হয়ে পড়ার কারণে তিনি মারা গিয়েছেন”। লতা মঙ্গেশকরের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই শোকে প্লাবিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সমস্ত রাজনীতিবিদ এবং শিল্পীরা লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeskar: জানেন, কেন নিজের গাওয়া গান ভুলেও কখনও শুনতেন না প্রয়াত লতা মঙ্গেশকর?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement