লতা মঙ্গেশকর বাংলা ভাষায় ১৮৫ টি গান গেয়েছেন। ১৯৫৬ সালে হেমন্তর সুরে ‘প্রেম একবারই এসেছিল নীরবে’ গানের মাধ্যমে লতার আত্মপ্রকাশ ঘটে। একই বছর, তিনি ভূপেন হাজারিকার সুরে ‘রঙ্গিলা বাঁশিতে’ গান। সলিলের সুরে ‘না যেওনা’ এবং ‘ওগো আর কিছু তো নয়’ এর মতো হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। ১৯৬০ এর দশকে ‘আকাশ প্রদীপ জ্বলে’, ‘একবার বিদায় দে মা ঘুরে আসি,’ ‘সাত ভাই চম্পা,’ ‘নিঝুম সন্ধ্যায়,’ ‘চঞ্চল মন আনমনা,’ "আষাঢ় শ্রাবণ,’ এর মতো বিখ্যাত গানে বাংলার সঙ্গীত জগত এখনও উদ্ভাসিত। সুধীন দাশগুপ্ত, হেমন্ত এবং সলিল চৌধুরীর মতো সুরকারদের সঙ্গে তাঁর কণ্ঠের জাদু দিয়ে রচিত গানগুলি বাঙালির আজীবনের সম্পদ।