Lara Dutta tested Covid-19 positive: করোনা আক্রান্ত অভিনেত্রী লারা দত্ত! তবে কি দুয়ারে হাজির কোভিডের চতুর্থ ঢেউ?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Lara Dutta: বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) বান্দ্রায় লারার (Lara Dutta tested Covid-19 positive) বাড়িটি সিল করে দিয়েছে
#মুম্বই: করোনাভাইরাসের চতুর্থ ঢেউ (Covid 4th Wave) কবে আসবে, নাকি এসে গিয়েছে এই জল্পনা কল্পনার মধ্যে কোভিড-১৯ পজিটিভ হলেন বলিউড ডিভা লারা দত্ত (Lara Dutta tested Covid-19 positive)! যদিও অভিনেত্রী নিজে এই সম্পর্কে কিছুই জানাননি তবে বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) বান্দ্রায় লারার (Lara Dutta tested Covid-19 positive) বাড়িটি সিল করে দিয়েছে এবং এলাকাটিকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে, জানিয়েছে TOI। তাঁর পরিবারের সদস্যদের মধ্যে লারাই (Lara Dutta tested Covid-19 positive) একমাত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার, মুম্বইতে ৩৮ টি কোভিড-১৯ সংক্রমণের (Corona Pandemic) ঘটনা জানা গিয়েছে।
লারা সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর বিশেষ বন্ধু সেলিনা জেটলির সন্তানদের সঙ্গে তাঁর মেয়ের একটি ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে লারা লিখেছেন, “তখন এবং এখন! ৪ থেকে ১০ এবং এই দুই হ্যান্ডসাম মাকড়সা এখনও দাপিয়ে বেড়াচ্ছে! স্পাইডার গার্ল তোমাদের মিস করছে! জন্মদিনের শুভেচ্ছা!”
advertisement
advertisement
দেখুন লারা দত্তের ইনস্টাগ্রাম পোস্ট।
advertisement
পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে সেলিনা লিখেছিলেন, “এত্ত বড়ো হাগ… কতকাল দেখা হয় না, অপেক্ষা সইছে না আর! আলিঙ্গন এবং প্রচুর ভালবাসা।”
লারাকে (Lara Dutta tested Covid-19 positive) শেষ দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সিনেমা বেল বটমে বাণী কাপুর এবং হুমা কুরেশির সঙ্গে। এছাড়াও, ওটিটি প্লাটফর্মে হিক্কাপস অ্যান্ড হুকআপস, হানড্রেড এবং কৌন বনেগা শিখরাবতীতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
মিস ইউনিভার্স ২০০০ সালের প্রতিযোগিতার (Miss Universe 2000 pageant) বিজয়ী হয়েছিলেন লারা। এর আগে ১৯৯৭ সালে মিস ইন্টারকন্টিনেন্টালের খেতাব জেতেন তিনি। মূলত হিন্দি সিনেমাতেই কাজ করেন লারা। একটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি সম্মানও লাভ করেছেন তিনি (Lara Dutta tested Covid-19 positive)।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2022 12:23 PM IST