Ladakh Movie Theatre: বিশ্বের সবচেয়ে উঁচু সিনেমা হল, লাদাখে ১১.৫৬২ ফুট উচ্চতায় বসে সিনেমার মজা!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
লাদাখে প্রথম মোবাইল ডিজিটাল সিনেমা হল খোলা হল (Ladakh Movie Theatre)।
#লেহ: লাদাখে প্রথম মোবাইল ডিজিটাল সিনেমা হল খোলা হল (Ladakh Movie Theater)। এটি বিশ্বের সবচেয়ে বেশি উঁচুতে তৈরি সিনেমা হল (Highest Theater in the World)। লাদাখের ১১,৫৬২ ফুট উচ্চতায় খোলা হয়েছে এই মোবাইল সিনেমা হল। লাদাখের লেহর পলডন এলাকায় সবচেয়ে বিপদসঙ্কুল জায়গাতেও এবার সিনেমার মজা নিতে পারবেন সিনেপ্রেমীরা।
এই সিনেমা হলের উদ্বোধন উপলক্ষে এদিন ন্যাশনাল স্কুল অফ ড্রামার এক সদস্য মেফাম ওটসাল উপস্থিত ছিলেন। তিনি সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'খুব সাধ্যের দামে টিকিট ও নানা ধরনের সুবিধা রয়েছে এই সিনেমা হলে। বসার ব্যবস্থাও বেশ ভালো ভাবে করা হয়েছে। একজন থিয়েটার শিল্পী হিসেবে মানুষের কাছে এভাবে সিনেমার জগত ও শিল্পকে তুলে ধরার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।'
advertisement
Ladakh | To bring cinema watching experience to most remote areas, a mobile theatre, situated at an altitude of 11,562 ft, was introduced in Leh. "It offers affordable tickets & has several facilities. Seating arrangement is also good,"says Mepham Otsal, National School of Drama pic.twitter.com/euBJeVjxNA
— ANI (@ANI) August 28, 2021
advertisement
advertisement
এই সিনেমা হল খোলার উদ্যোক্তা সুশীল জানিয়েছেন, 'লেহতে এমন চারটি থিয়েটার খোলা হবে। ভারতের সবচেয়ে বিপদসঙ্কুল এলাকাগুলিতে সিনেমাকে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। থিয়েটারগুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ব্যবহার করা যায়।'
উদ্বোধনের দিন লাদাখের চাংপা নোমাডসের উপর তৈরি শর্ট ফিল্ম 'সেকুল' দেখানো হয়েছে। ভারতীয় সেনাদের দেখার জন্য বিকেলে বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'বেল বটম' দেখার আয়োজন করা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থুপস্টান চেওয়াংও উপস্থিত হয়েছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2021 10:24 AM IST