লাল সিং চাড্ডার প্রথম রিভিউ, টিকিট বুকিং-এর আগে জেনে নিন আমিরের সিনেমা কেমন হল!

Last Updated:

Laal Singh Chaddha First Review: কেমন হল লাল সিং চাড্ডা! বক্সঅফিস কাঁপাবে! নাকি ফ্লপ শো! জেনে নিন সবার আগে।

#নয়াদিল্লি: মিস্টার পারফেকশনিস্ট। তাই তিনি কোনও কাজে হাত দিলে সেটা যে পারফেকশন-এর কাছাকাছি থাকবে, এমন বিশ্বাস তাঁর ভক্তদের রয়েছে। আমির খান এবং কারিনা কাপুর খানের অভিনীত ছবি 'লাল সিং চাড্ডা'র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকে।
আজ, ১১ আগস্ট প্রেক্ষাগৃহে দেখতে পারবেন এই ছবি। ছবির ট্রেলার ও গান দেখে 'লাল সিং চাড্ডা'র ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা দিয়েছে। তবে এরই মধ্যে বিতর্কও দানা বেঁধেছে আমির খানকে ঘিরে। বেশ কয়েক বছর আগে করা তাঁর একটি মন্তব্য নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়েছে। আমির খানের সিনেমা বয়কটের ডাক দিয়েছেন অনেকে।
advertisement
আরও পড়ুন- Mukesh Khanna: "কোন ভদ্র ঘরের মেয়ে নিজের যৌন ইচ্ছে প্রকাশ করে?" অভিনেতা মুকেশ খান্নার প্রশ্নে
#BoycottLaalSinghChaddha ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। তবে এসবের মধ্যেও বিপুল সংখ্যক মানুষ ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরই ভক্তদের জন্য সুখবর। 'লাল সিং চাড্ডা'-র প্রথম রিভিউ জানা গিয়েছে। অগ্রিম বুকিং করার আগে জেনে নিন 'লাল সিং চাড্ডা' কেমন হল!
advertisement
advertisement
ওভারসিজ সেন্সর বোর্ডের সদস্য উমাইর সান্ধু সম্প্রতি ছবিটি দেখেছেন। ইনস্টাগ্রামে তিনি প্রথম রিভিউ শেয়ার করেছেন। সান্ধু লাল সিং চাড্ডাকে ৫ এর মধ্যে চারটি স্টার দিয়েছেন।
ছবিটি চমৎকার হিসেবে বর্ণনা করেছেন তিনি। টুইটারে ছবিটি নিয়ে পর্যালোচনা করে তিনি লিখেছেন – 'সামগ্রিকভাবে 'লাল সিং চাড্ডা' একটি মাস্টার পিস। একটি চমৎকার সিনেমা। এটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। স্ক্রিনিং শেষ হওয়ার পরেও আপনার স্মৃতিতে থাকবে এই সিনেমা।'
advertisement
উমাইর সান্ধু আরও লিখেছেন - 'দুর্দান্ত সিনেমা। লাল সিং চাড্ডা হিন্দি সিনেমার প্রতি আপনার বিশ্বাস পুনরুদ্ধার করবে। বহুদিন পর হিন্দি সিনেমায় 'লাল সিং চাড্ডা'-র মতো ছবি তৈরি হয়েছে। এটি একটি ক্ল্যাসিক ছবি হিসেবে চিরকাল মনে থাকবে দর্শকদের।'
আরও পড়ুন- রাত পোহালেই রাখি! তার আগে রইল বলিউডের সেরা ভাইবোন জুটির নজরকাড়া অ্যালবাম
সিনেমার রিভিউ লিখতে বসে তিনি আরও বলেছেন, “আমির খান সিনেমার প্রধান চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। এটি সম্ভবত তাঁর অভিনয় করা সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলির মধ্যে একটি। দুর্দান্ত অভিনয় দিয়ে আমির খান ছবিটিতে নিজের ছাপ রেখেছেন।। করিনা কাপুর বরাবরের মতো শো স্টপার। নাগা চৈতন্য এবং মোনা সিংও ভাল। এটি মূলত নাটক এবং আবেগের মিশ্রণ, ব্যতিক্রমী...। লাল সিং চাড্ডা নিশ্চিত ব্লকবাস্টার।''
বাংলা খবর/ খবর/বিনোদন/
লাল সিং চাড্ডার প্রথম রিভিউ, টিকিট বুকিং-এর আগে জেনে নিন আমিরের সিনেমা কেমন হল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement