বিবাহ অভিযান! সাত বছর বাদে স্ত্রী মীরাকে ফের বিয়ের প্রস্তাব শাহিদের

Last Updated:

Shahid Kapoor: ছবিতে আমরা শাহিদ এবং মীরার রসায়ন দেখতে পাই, যা দেখার মতো

#মুম্বই: শাহিদ (Shahid Kapoor) পত্নি মীরা রাজপুত (Mira Rajput) বলিউডে কোনও সিনেমা করেননি অথচ তার অনুরাগীর সংখ্যা কম নয়। কারণ, তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। নিয়ম করে নানা ধরনের Instagram পোস্ট তিনি করতে থাকেন। যেগুলি নিয়ে নেট নাগরিকরা হামেশাই চর্চা করেন। তবে এইবার মীরার প্রেমে পাগল স্বামী শাহিদ। স্ত্রীকে ফের বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন অভিনেতা।
কুণাল রাওয়াল এবং অর্পিতা মেহতার বিয়ে। সেই বিয়েতে শাহিদ এবং মীরাকে অত্যাশ্চর্য দেখাচ্ছে। দু'জনকে তাঁদের সুপার-গর্জিয়াস ঐতিহ্যবাহী সাদা পোশাকে দেখা গেছে। শাহিদ সাদা কুর্তার সঙ্গে ম্যাচিং প্যান্ট এবং বাদামী জুতা পড়েছিলেন। ফ্লেয়ার সহ একটি অলঙ্কৃত বিজ শাড়িতে মীরাকে অসম্ভব সুন্দর লাগছিল। ছবিতে আমরা শাহিদ এবং মীরার রসায়ন দেখতে পাই, যা দেখার মতো।
advertisement
advertisement
advertisement
শাহিদ কাপুর তাঁর ইনস্টাগ্রামে স্ত্রী মীরার সঙ্গে এক ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, "আমায় বিয়ে করবে?"
প্রসঙ্গত, শাহিদ এবং মীরা তাঁদের সন্তান মিশা কাপুর এবং জেইন কাপুরের সঙ্গে দীর্ঘ দিনের জন্য ইউরোপে ছুটিতে ছিলেন। সেখানে তাঁরা তাঁদের বিবাহবার্ষিকীও পালন করেন। শাহিদ এবং মীরা জুলাই, ২০১৫-এ গাঁটছড়া বাঁধেন। আগস্ট, ২০১৬-এ মিশা এবং ২০১৮-এ ছেলে জেইন হয়।
advertisement
শাহিদ কাপুরকে পরবর্তীতে আলি আব্বাস জাফরের অ্যাকশন এন্টারটেনারে দেখা যাবে। শাহিদও শীঘ্রই রাজ এবং ডিকে-এর আসন্ন সিনেমা ফারজি দিয়ে তাঁর OTT-তে আত্মপ্রকাশ করবে। শাহিদ কাপুর দীনেশ ভিজানের সঙ্গে একটি প্রেমের গল্পে অভিনয় করবেন, কৃতি শ্যাননকে প্রধান চরিত্রে দেখা যাবে। ছবিটি মুম্বাই, দিল্লি এবং ইউরোপে শুটিং করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিবাহ অভিযান! সাত বছর বাদে স্ত্রী মীরাকে ফের বিয়ের প্রস্তাব শাহিদের
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement