Kriti Sanon - Nupur Sanon: বোন নুপূরের 'টাইগার ভালবাসা'-র কথা জানালেন দিদি কৃতি শ্যানন! সোশ্যাল মিডিয়ায় ঝড়!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kriti Sanon - Nupur Sanon: বোনের ভালবাসা ও সাফল্যের কথা জানালেন দিদি কৃতি শ্যানন!
মুম্বই: কৃতি শ্যাননকে চেনেন না এমন কে আছে! তবে আজ কৃতি নিজের জন্য নয়, অন্য আর একজনের জন্য সোশ্যাল মাধ্যমে প্রচার করলেন। অনেকেই জানেন না কৃতি শ্যাননের একটি বোন রয়েছে। যার নাম নুপূর শ্যানন। দিদি কৃতির মতোই তিনিও অভিনয় জগতে পা রেখেছেন। ইতিমধ্যেই তাঁকে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। ২০১৯-এ মুক্তি পেয়েছিল ‘ফিলহাল’! এই মিউজিক ভিডিওতে তাঁকে দেখা যায়! যদিও সোশ্যাল মাধ্যমে অনেকেই নুপূরকে চেনেন।
সাহসী ছবি মাঝে মধ্যেই পোস্ট করেন নুপূর। যা নিয়ে সমালোচনা ও প্রশংসা দুইই হয়। তবে এবার একেবারে ছবিতে কাজ করে ফেলেছেন নুপূর। এই নায়িকা শুধু অভিনয় নয়, দারুণ ভাল গানও করেন। গায়িকা হিসেবেই আত্মপ্রকাশের ইচ্ছে ছিল তাঁর। তবে অভিনয়েও বেশ পটু তিনি। এবার সাউথের ছবি দিয়েই যাত্রা শুরু করতে চলেছেন তিনি। দিল্লি থেকে পড়াশুনো শেষ করে দিদির পথেই চলার সিদ্ধান্ত নেন তিনি। তবে বলিউড নয় সাউথের বহু প্রতীক্ষীত ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। মহারাজা রভি তেজা অভিনীত ছবি ‘ টাইগার নাগেশ্বরা রাও’ নিয়ে সাউথে উত্তেজনা ছিল অনেক দিন ধরেই। এবার সেই ছবির পোস্টারে দেখা গেল নুপূরকে।
advertisement
Nothing makes me feel more proud than to launch my sister’s first PAN INDIA film Poster!🥹🧿❤️
#TigerNageswaraRaoMeet our TIGER’S LOVE
Introducing @NupurSanon as the lovely Sara from the GRAND WORLD of #TigerNageswaraRao 🥷
WORLDWIDE HUNT begins from October 20th … pic.twitter.com/hlyGMVv9ly
— Kriti Sanon (@kritisanon) August 28, 2023
advertisement
advertisement
সারার চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ছবি মুক্তি পাবে অক্টোবরের ২০ তারিখে দশেরার দিন মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে মুখ্যা নারী চরিত্রে অভিনয় করছেন নুপূর! আর বোনের জন্য গর্ব বোধ করেন কৃতি শ্যানন। সম্প্রতি আদি পুরুষ- ছবিতে দেখা গিয়েছে কৃতিকে। তিনি ট্যুইটারে লেখেন, “এর থেকে বেশি গর্বের কিছু নেই। আমার ছোট বোনের প্রথম প্যান ইন্ডিয়া ছবির পোস্টার মুক্তি পেল। আমাদের টাইগার ভালবাসার সঙ্গে আলাপ করুন। এই ছবিতে দেখা যাচ্ছে ছবির মিষ্টি নায়িকা সারাকে!” এই পোস্টের পরেই বহু মানুষ প্রশংসা করেছেন। নীল ও গোলাপি ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেল নুপূরকে। এখন ২০ তারিখের অপেক্ষায় দর্শক। তেলেগু, হিন্দি-সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 1:11 AM IST