Kriti Prabhas Relationship: মলদ্বীপে আংটি বদল করছেন প্রভাস ও কৃতি? অভিনেতার টিম জানাল সব কথা
- Published by:Raima Chakraborty
Last Updated:
Kriti Prabhas Relationship: অন-স্ক্রিনেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে 'আদিপুরুষ' ছবিতে। এবার কি তবে অফ-স্ক্রিনেও সত্যিকারের জুটি হতে চলেছেন প্রভাস ও কৃতি? জোর গুঞ্জন।
মুম্বই: সবেমাত্র বিয়ে সেরেছেন বলিউডের অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। এরই মধ্যে আবার আরেক জুটির বাগদানের খবর শিরোনামে। দীর্ঘদিন ধরেই 'বাহুবলী' প্রভাস ও কৃতি শ্যাননের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। অন-স্ক্রিনেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে 'আদিপুরুষ' ছবিতে। এবার কি তবে অফ-স্ক্রিনেও সত্যিকারের জুটি হতে চলেছেন প্রভাস ও কৃতি?
এরই মধ্যে আরও খবর শোনা গিয়েছে, মলদ্বীপে নাকি বাগদান করতে চলেছে এই চর্চিত জুটি। সেখানেই নাকি হবে আংটি বদল। এক সিনে সমালোচক উমের সন্ধুর কয়েকদিন আগে ট্যুইট করে জানিয়েছিলেন প্রভাস ও কৃতির বিয়ের কথা। আংটিবদলের খবর দিয়ে চর্চিত জুটিকে সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তাও জানান তিনি। যদিও কৃতি ও প্রভাসের সম্পর্কের এই গুঞ্জন কতটা সত্যি, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছিল।
advertisement
BREAKING NEWS: #KritiSanon & #Prabhas will get engaged next week in Maldives 🇲🇻!! So Happy for them.
— Umair Sandhu (@UmairSandu) February 5, 2023
advertisement
আরও পড়ুন: সাদা না কালো? প্রিয়জনের জন্য কিনবেন কেমন চকোলেট, তাড়াতাড়ি জানুন
যদিও বাগদানের এই খবর সঠিক নয় বলে দাবি প্রভাসের টিমের। অন্যদিকে, একে অপরের শুধুমাত্র খুব ভাল বন্ধু বলে দাবি কৃতির। কিন্তু সূত্রের খবর, জল অনেক দূর গড়িয়েছে। শীঘ্রই মুক্তি পাবে 'আদিপুরুষ'। এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এবং সীতার ভূমিকায় দেখা যাবে কৃতিকে। শোনা যাচ্ছে, ছবির সেট থেকেই শুরু হয়েছে দুই তারিকার প্রেম। অযোধ্যায় ছবির টিজার মুক্তির সময় যেভাবে প্রভাস তাঁর ছবির নায়িকা কৃতির দেখভাল করছিলেন, খেয়াল রাখছিলেন, তা নজর এড়ায়নি কারও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 2:18 PM IST