Kriti Prabhas Relationship: মলদ্বীপে আংটি বদল করছেন প্রভাস ও কৃতি? অভিনেতার টিম জানাল সব কথা

Last Updated:

Kriti Prabhas Relationship: অন-স্ক্রিনেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে 'আদিপুরুষ' ছবিতে। এবার কি তবে অফ-স্ক্রিনেও সত্যিকারের জুটি হতে চলেছেন প্রভাস ও কৃতি? জোর গুঞ্জন।

প্রভাস ও কৃতি
প্রভাস ও কৃতি
মুম্বই: সবেমাত্র বিয়ে সেরেছেন বলিউডের অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। এরই মধ্যে আবার আরেক জুটির বাগদানের খবর শিরোনামে। দীর্ঘদিন ধরেই 'বাহুবলী' প্রভাস ও কৃতি শ্যাননের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। অন-স্ক্রিনেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে 'আদিপুরুষ' ছবিতে। এবার কি তবে অফ-স্ক্রিনেও সত্যিকারের জুটি হতে চলেছেন প্রভাস ও কৃতি?
এরই মধ্যে আরও খবর শোনা গিয়েছে, মলদ্বীপে নাকি বাগদান করতে চলেছে এই চর্চিত জুটি। সেখানেই নাকি হবে আংটি বদল। এক সিনে সমালোচক উমের সন্ধুর কয়েকদিন আগে ট্যুইট করে জানিয়েছিলেন প্রভাস ও কৃতির বিয়ের কথা। আংটিবদলের খবর দিয়ে চর্চিত জুটিকে সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তাও জানান তিনি। যদিও কৃতি ও প্রভাসের সম্পর্কের এই গুঞ্জন কতটা সত্যি, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: সাদা না কালো? প্রিয়জনের জন্য কিনবেন কেমন চকোলেট, তাড়াতাড়ি জানুন
যদিও বাগদানের এই খবর সঠিক নয় বলে দাবি প্রভাসের টিমের। অন্যদিকে, একে অপরের শুধুমাত্র খুব ভাল বন্ধু বলে দাবি কৃতির। কিন্তু সূত্রের খবর, জল অনেক দূর গড়িয়েছে। শীঘ্রই মুক্তি পাবে 'আদিপুরুষ'। এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এবং সীতার ভূমিকায় দেখা যাবে কৃতিকে। শোনা যাচ্ছে, ছবির সেট থেকেই শুরু হয়েছে দুই তারিকার প্রেম। অযোধ্যায় ছবির টিজার মুক্তির সময় যেভাবে প্রভাস তাঁর ছবির নায়িকা কৃতির দেখভাল করছিলেন, খেয়াল রাখছিলেন, তা নজর এড়ায়নি কারও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kriti Prabhas Relationship: মলদ্বীপে আংটি বদল করছেন প্রভাস ও কৃতি? অভিনেতার টিম জানাল সব কথা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement