Kourtney Kardashian: কোর্টনি কার্দাশিয়ানের ১৫ বছর বয়সী কিশোর পুত্র কি সত্যিই বাবা হতে চলেছে? অবশেষে নীরবতা ভেঙে সত্যিটা সামনে আনলেন মার্কিন তারকা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মাত্র ১৫ বছর বয়সেই বাবা হতে চলেছে পুত্র ম্যাসন ডিসিক, এমনই জল্পনা ছড়িয়েছিল। এবার সেই জল্পনা নস্যাৎ করে দিলেন ৪৫ বছর বয়সী রিয়েলিটি স্টার কোর্টনি কার্দাশিয়ান ৷
মাত্র ১৫ বছর বয়সেই বাবা হতে চলেছে পুত্র ম্যাসন ডিসিক, এমনই জল্পনা ছড়িয়েছিল। এবার সেই জল্পনা নস্যাৎ করে দিলেন ৪৫ বছর বয়সী রিয়েলিটি স্টার কোর্টনি কার্দাশিয়ান (Kourtney Kardashian)। গত ২ মার্চ অর্থাৎ রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই জল্পনায় জল ঢেলেছিলেন তিনি। এমনকী স্পষ্ট বার্তা দিয়ে জানান যে, এই জল্পনা একেবারেই মিথ্যা।
কোর্টনি লিখেছেন যে, “আমার নিজের এবং আমার পরিবারকে নিয়ে ছড়ানো গুজব কিংবা জল্পনা নিয়ে আমি সেভাবে মুখ খুলি না। কিন্তু এটা আমার সন্তানের বিষয়ে। তাই কেউ যদি এক সেকেন্ডের জন্যও এই মিথ্যাকে সত্য বলে মনে করেন, তাহলে সেটা একেবারেই ভুল। কারণ এমনটা একেবারেই হয়নি। ম্যাসনের কোনও সন্তান নেই।”
advertisement
advertisement
এখানেই শেষ নয়, আরও একটা বিষয় তুলে ধরেছেন কোর্টনি। ম্যাসনের নামে থাকা ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিরও কড়া নিন্দা করেছেন তিনি। এমনকী স্পষ্ট করে এ-ও জানিয়ে দিয়েছেন যে, তাঁর পুত্রের কোনও পাবলিক প্রোফাইল নেই। আর ফ্যানদের উদ্দেশ্যে তাঁর আর্জি, যা অনলাইনে দেখা যাচ্ছে, তার সবটা বিশ্বাস করার প্রয়োজন নেই।
কোর্টনির কথায়, “এই অ্যাকাউন্টগুলি একটাও ওর নয়। এগুলি ভুয়ো।” তিনি আরও বলে চলেন, “সত্যি বলতে কী আমার পুত্র নিজের গোপনীয়তাকে সম্মান করে। আর সংবাদমাধ্যমগুলির কাছে আমার অনুরোধ, দয়া করে সম্মান বজায় রাখুন। ও একটা বাচ্চা। ওর মধ্যে অনুভূতি রয়েছে। আর ওর সামনে একটা সুন্দর জীবন পড়ে রয়েছে। দয়া করে ভুলভাল এবং মিথ্যা খবর ছড়াবেন না। আর যাঁরা আমার বাচ্চাদের (ওরা কিন্তু নাবালক) ভিডিও বানাচ্ছেন, তাঁরা দয়া করে সেটা বন্ধ করুন। ওদের একান্তে থাকতে দিন।”
advertisement
সাম্প্রতিক কিছু সময়ে ম্যাসন ডিসিক এমনিতেই প্রচারের আলো থেকে দূরে অবস্থান করছিলেন। এমনকী দ্য কার্দাশিয়ানস-এ সেভাবে দেখা যাচ্ছে না তাঁকে। যদিও ২০২৪ মে মাসে নিজের প্রথম অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লঞ্চ করে ম্যাসন ডিজিটাল দুনিয়ায় ফের পদার্পণ করেছিলেন।
advertisement
ম্যাসনের বাবা স্কট ডিসিক নিজেও ম্যাসনের কৈশোর নিয়ে কথা বলেছেন। বিশেষ করে পুত্রের ডেটিং প্রসঙ্গে তিনি কথা বলেছেন। জানুয়ারি মাসে ক্লোয়ি কার্দাশিয়ানের পডকাস্ট ‘ক্লোয়ি ইন ওয়ান্ডার ল্যান্ড’-এ উপস্থিত হয়ে সম্পর্ক সংক্রান্ত পরামর্শ প্রসঙ্গে আলোচনা করেছিলেন স্কট। আসলে এই সম্পর্ক সংক্রান্ত পরামর্শগুলিই পুত্রের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। পিপল-এর কাছে ডিসিক বলেন যে, “ম্যাসন যদি খারাপ কিছুর মধ্যে দিয়ে যায়, তাহলে আমি ওর সঙ্গে জীবন নিয়ে কথা বলি। ঠিক যেরকম ভুল আমি আমার জীবনে করেছি। মানে আমি কী ভুল করেছি আর কোনটা আমার কাজে লেগেছে, কিংবা কোনটা কাজে লাগেনি।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2025 5:54 PM IST