Koneenica Banerjee: মুখ্যমন্ত্রীর ভূমিকায় কণীনিকা! 'এই চরিত্রটা সবাই করতে চাইবে!', বললেন অভিনেত্রী

Last Updated:

koneenica banerjee: মায়া চরিত্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি ঠিকই। তবে পর্দার চরিত্রটি কথা বলার ধরন হবে সম্পূর্ণ আলাদা।

মুখ্যমন্ত্রীর চরিত্রে কণীনিকা
মুখ্যমন্ত্রীর চরিত্রে কণীনিকা
কলকাতা: টলিউডে কয়েক দশক পার। নানা চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। এ বার নতুন চমক। পরিচালক উজ্জ্বল মিত্রের নতুন ছবিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। কন্যাশ্রী প্রকল্পকে ঘিরে তৈরি এই ছবিতে অভিনেত্রীর চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। আপাতত সেই ছবির শ্যুট নিয়েই ব্যস্ত তিনি।
মায়া চরিত্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি ঠিকই। তবে পর্দার চরিত্রটি কথা বলার ধরন হবে সম্পূর্ণ আলাদা। নিউজ18 বাংলাকে এমনই জানান কণীনিকা। তিনি বলেন, "আমার সাজপোশাক পুরোপুরি দিদির মতো। এই ছবিতে তাঁর লড়াইটাকেও তুলে ধরা হবে। কিন্তু আমি দিদিকে একদমই নকল করিনি। পুরো ছবি জুড়ে নিজের মতো করে কথা বলেছি।"
advertisement
মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয়। কণীনিকার কাঁধে আপাতত গুরুদায়িত্ব। চাপ অনুভূত হচ্ছে? অভিনেত্রীর উত্তর, "ছবিতে দিদির যুদ্ধটা একই রয়েছে। তিনি যা যা কাজ করেছেন, তা-ও দেখানো হবে। কিন্তু ওঁর কথার আঙ্গিককে আমি নকল করার চেষ্টা করিনি। দিদি ভীষণ ভাবে মনের কথা বলা মানুষ। কিন্তু ছবির চরিত্ররা ভেবেচিন্তে কথা বলে। তাই আমি নিজের মতো করে চরিত্রটাকে সাজানোর চেষ্টা করেছি। আশা করি দর্শকেরও তা পছন্দ হবে।"
advertisement
advertisement
কণীনিকা জানান, অনেকেই মনে করছেন, কোনও রাজনৈতিক অভিসন্ধির কারণে এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত তাঁর। তবে অভিনেত্রীর যুক্তি, "আমি রাজনীতির সঙ্গে যুক্ত নেই। আমি একেবারেই নিজের রঙে আছি। কিন্তু এই চরিত্রটা সবাই করতে চাইবে! দিদি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই আমি তাঁকে চিনি। ওঁকে আগাগোড়াই খুব পছন্দ। ওঁর লড়াইটাকে আমরা প্রত্যেকে দেখেছি। সেই লড়াইটা এখনও চলছে। অভিনয়ের মাধ্যমেও সেই লড়াইয়ের অংশ হতে পেরে ভাল লাগছে।"
advertisement
আপাতত ছবির শ্যুট চলছে। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগেই মুক্তি পাবে ছবিটি। এ বিষয় যদিও কণীনিকা স্পিকটি নট।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koneenica Banerjee: মুখ্যমন্ত্রীর ভূমিকায় কণীনিকা! 'এই চরিত্রটা সবাই করতে চাইবে!', বললেন অভিনেত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement