‘মাসের পর মাস টাকা না পেলে কী করে চলবে ?’

Last Updated:

স্টুডিও পাড়াতে সিরিয়ালের শুটিং বন্ধ। সমাধান কীভাবে পাওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। তারই মধ্যে এই বিবাদ নিয়ে আলোচনার রফাসূত্র বের করা নিয়ে কলম ধরলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়...

#কলকাতা: এই কয়েকটাদিন ধরে টলিপাড়ায় কার্যত অচলাবস্থা ৷ প্রযোজক, টেকনিশিয়ান ও আর্টিস্টদের মধ্যে টানাপড়েনটা একটা সাংঘাতিক জায়গা নিয়েছে ৷ তবে, যেহেতু আমি একজন শিল্পী, তাই জানি অভিনেতা-অভিনেত্রীদের প্রত্যেকদিন কতোটা চাপের মধ্যে দিয়ে কাজ করতে হয় ৷ সময় পেরিয়ে যাওয়ার পরও কাজ করতে হয় ৷ সব মিলিয়ে কঠিন পরিশ্রম করতে হয় ৷
আমরা তো শ্রমিক নই ৷ আমরা শিল্পী ৷ শারীরিক পরিশ্রমের সঙ্গে সঙ্গে মানসিক পরিশ্রমটাও বড্ড বেশি হয় ৷ আর সেইটাই আলোচনার জায়গা ছিল ৷ এর পাশাপাশি পারিশ্রমিকের বিষয়টাও কিন্তু দেখার ৷ হ্যাঁ আমি প্রত্যেক মাসের পারিশ্রমিক প্রত্যেক মাসে পাই ৷ কিন্তু আমি এমন অনেক মানুষকে চিনি যাঁদের সঙ্গে এই সমস্যাটা হয়ে চলেছে ৷ এমনকী আমার সিরিয়ালে অভিনয় করেন, এমন অনেকের সঙ্গেই এই ঘটনাটা ঘটছে ৷ যার জেরে সংসার চালানোটা দায় হচ্ছে ৷ এই সমস্যাটা কিন্তু গুরুতর ৷ এটাই তো আমাদের রুজি-রুটি জোগায় ৷ প্রতিনিয়ত শিল্পীরা স্ট্রাগল করছে ৷ সেই স্ট্রাগলের তো একটা যোগ্য সম্মান দেওয়া প্রয়োজন ৷ তাই নয় কী?
advertisement
advertisement
অনেকেই হয়তো জানেন না, টেকনিশিয়ানদের কত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় ৷ ৯০ শতাংশ আর্টিস্ট খুব খারাপ অবস্থায় আছেন ৷ সে কথা তো কেউ জানেনই না ৷ সবাই শুধু বাইরের চাকচিক্যটুকুই দেখেন ৷
advertisement
এ সব নিয়েই দু’তরফে আলোচনা হয়েছে ৷ তবে রফাসূত্র বের হয়নি ৷ দর্শকদের স্বার্থে, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির স্বার্থে, শিল্পের স্বার্থে যত তাড়াতাড়ি মধ্যস্থতায় আসা যায় ৷ ততই মঙ্গল ৷ কিন্তু হ্যাঁ তবে দেখতে হবে, সব তরফের সম্মান যাতে বজায় থাকে ৷ এমন ভাবে মধ্যস্থতা হোক ৷ যাতে পরে গিয়ে কারও মনে না হয় যে,সম্মানহানি হচ্ছে ৷ আর্টিস্ট ফোরাম যেমন বলেছে, শিল্পীদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় ৷ তেমনই প্রজোযকরা অভিযোগ এনেছেন যে, অনেক শিল্পীরা সময়মতো আসেন না ৷ তা হলে তাঁদের দিয়ে দশ ঘণ্টা শুটিং কী করে করানো যাবে ? এই প্রশ্ন তাঁরা তুলেছেন ৷ আমার মত হল, নিময় আনা হোক ৷ সব কিছুর যেমন নিময় তৈরি হচ্ছে ৷ এ বিষয়টি নিয়েও নিয়ম তৈরি হোক ৷ তবে তো সবারই স্বার্থই পূরণ হবে ৷ মোট কথা যত দ্রুত সম্ভব শুটিং শুরু হোক ৷
advertisement
অনুলিখন: অমৃত হালদার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘মাসের পর মাস টাকা না পেলে কী করে চলবে ?’
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement