#কলকাতা: এই কয়েকটাদিন ধরে টলিপাড়ায় কার্যত অচলাবস্থা ৷ প্রযোজক, টেকনিশিয়ান ও আর্টিস্টদের মধ্যে টানাপড়েনটা একটা সাংঘাতিক জায়গা নিয়েছে ৷ তবে, যেহেতু আমি একজন শিল্পী, তাই জানি অভিনেতা-অভিনেত্রীদের প্রত্যেকদিন কতোটা চাপের মধ্যে দিয়ে কাজ করতে হয় ৷ সময় পেরিয়ে যাওয়ার পরও কাজ করতে হয় ৷ সব মিলিয়ে কঠিন পরিশ্রম করতে হয় ৷
আমরা তো শ্রমিক নই ৷ আমরা শিল্পী ৷ শারীরিক পরিশ্রমের সঙ্গে সঙ্গে মানসিক পরিশ্রমটাও বড্ড বেশি হয় ৷ আর সেইটাই আলোচনার জায়গা ছিল ৷ এর পাশাপাশি পারিশ্রমিকের বিষয়টাও কিন্তু দেখার ৷ হ্যাঁ আমি প্রত্যেক মাসের পারিশ্রমিক প্রত্যেক মাসে পাই ৷ কিন্তু আমি এমন অনেক মানুষকে চিনি যাঁদের সঙ্গে এই সমস্যাটা হয়ে চলেছে ৷ এমনকী আমার সিরিয়ালে অভিনয় করেন, এমন অনেকের সঙ্গেই এই ঘটনাটা ঘটছে ৷ যার জেরে সংসার চালানোটা দায় হচ্ছে ৷ এই সমস্যাটা কিন্তু গুরুতর ৷ এটাই তো আমাদের রুজি-রুটি জোগায় ৷ প্রতিনিয়ত শিল্পীরা স্ট্রাগল করছে ৷ সেই স্ট্রাগলের তো একটা যোগ্য সম্মান দেওয়া প্রয়োজন ৷ তাই নয় কী?
আরও পড়ুন: ভয়ে কাঁটা হয়ে আছি : মধুমিতা
অনেকেই হয়তো জানেন না, টেকনিশিয়ানদের কত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় ৷ ৯০ শতাংশ আর্টিস্ট খুব খারাপ অবস্থায় আছেন ৷ সে কথা তো কেউ জানেনই না ৷ সবাই শুধু বাইরের চাকচিক্যটুকুই দেখেন ৷
আরও পড়ুন: প্রযোজকদের আচরণ বড্ড অমানবিক, যা দুঃখজনক : দেবযানী
অনুলিখন: অমৃত হালদার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Serial, Serial Shooting, Shooting strike, Televison Actor