Kolkata Chalantika : পোস্তা উড়ালপুল দুর্ঘটনা ফের জীবন্ত পর্দায়! পাভেলের 'কলকাতা চলন্তিকা'-র ট্রেলার প্রকাশ্যে

Last Updated:

Kolkata Chalantika : শনিবার মুক্তি পেল সেই ছবির ট্রেলার। ঘণ্টা খানেকের মধ্যে ট্রেলার সাড়া ফেলেছে।

পোস্তা উড়ালপুল দুর্ঘটনা ফের জীবন্ত পর্দায়! পাভেলের 'কলকাতা চলন্তিকা'-র ট্রেলার প্রকাশ্যে
পোস্তা উড়ালপুল দুর্ঘটনা ফের জীবন্ত পর্দায়! পাভেলের 'কলকাতা চলন্তিকা'-র ট্রেলার প্রকাশ্যে
#কলকাতা: ২০১৬-র ৩১ মার্চ। রোজকার মতোই নিজের চলনে ব্যস্ত শহর কলকাতা। একই ব্যস্ততা শহর এবং শহর সংলগ্ন এলাকার আনাচে কানাচে। অন্যদিনের গতির মতোই গড়াচ্ছে বেলা। এমনই এক সাধারণ দিনেই হঠাৎ আর্তনাদে কেঁপে উঠেছিল গোটা বাংলা। হঠাৎই পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল সেদিন। এক লহমায় বদলে গিয়েছিল সব কিছু। ভেঙে পড়া উড়ালপুলের ধ্বংসাবশেষ সরাতেও লেগেছিল দীর্ঘদিন। এবার সেই বিভীষিকায় ভরা স্মৃতি উঠে আসবে পরিচালক পাভেলের ছবি 'কলকাতা চলন্তিকা'-য়।
শনিবার মুক্তি পেল সেই ছবির ট্রেলার। ঘণ্টা খানেকের মধ্যে ট্রেলার সাড়া ফেলেছে। সেই ভয়ঙ্কর স্মৃতি যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। আজও সেই ছবি ভয় ধরায় শহরবাসীকে। ট্রেলারেও সেই একই চিত্র ধরা পড়ে। রোজকার ছন্দেই চলছে কলকাতা। শহরের কোণে কোণে লুকিয়ে আছে নানা ছোটগল্প। কিন্তু তার মাঝেই সেই বিপর্যয়। আর তার পরেই হাহাকার, চাপ চাপ রক্ত।
advertisement
advertisement
টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখে ভয়ে আঁতকে উঠেছিল শহরবাসী। এবার সেই দৃশ্য বড় পর্দায়। সেই বিপর্যয়ের ঠিক আগের মুহূর্ত কেমন ছিল? পরে কী হল? সব উঠে আসবে কলকাতা চলন্তিকা-য়। তিন দিনের শহর কলকাতার গল্প দেখা যাবে ছবিতে। ছবির ট্রেলার পোস্ট করে লেখা হয়, "মিলে শঙ্খ আর আজান একই সুর পাড়ায় পাড়ায়..প্রেম হোক কলরব হোক কলকাতা চলন্তিকায়।" ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সৌরভ দাস, অনির্বাণ চক্রবর্তী, অনামিকা সাহা, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত সহ আরও অনেকে।
advertisement
প্রসঙ্গত, এই ছবির গল্প লিখেছেন পাভেল এবং স্বাতী বিশ্বাস। প্রযোজনা করেছেন শতদ্রু চক্রবর্তী। ছবিতে নিজেও অভিনয় করেছেন পাভেল। কলকাতা চলন্তিকা বড় পর্দায় মুক্তি পাবে আগামী ২৫ অগাস্ট।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kolkata Chalantika : পোস্তা উড়ালপুল দুর্ঘটনা ফের জীবন্ত পর্দায়! পাভেলের 'কলকাতা চলন্তিকা'-র ট্রেলার প্রকাশ্যে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement