#কলকাতা: ২০১৬-র ৩১ মার্চ। রোজকার মতোই নিজের চলনে ব্যস্ত শহর কলকাতা। একই ব্যস্ততা শহর এবং শহর সংলগ্ন এলাকার আনাচে কানাচে। অন্যদিনের গতির মতোই গড়াচ্ছে বেলা। এমনই এক সাধারণ দিনেই হঠাৎ আর্তনাদে কেঁপে উঠেছিল গোটা বাংলা। হঠাৎই পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল সেদিন। এক লহমায় বদলে গিয়েছিল সব কিছু। ভেঙে পড়া উড়ালপুলের ধ্বংসাবশেষ সরাতেও লেগেছিল দীর্ঘদিন। এবার সেই বিভীষিকায় ভরা স্মৃতি উঠে আসবে পরিচালক পাভেলের ছবি 'কলকাতা চলন্তিকা'-য়।
শনিবার মুক্তি পেল সেই ছবির ট্রেলার। ঘণ্টা খানেকের মধ্যে ট্রেলার সাড়া ফেলেছে। সেই ভয়ঙ্কর স্মৃতি যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। আজও সেই ছবি ভয় ধরায় শহরবাসীকে। ট্রেলারেও সেই একই চিত্র ধরা পড়ে। রোজকার ছন্দেই চলছে কলকাতা। শহরের কোণে কোণে লুকিয়ে আছে নানা ছোটগল্প। কিন্তু তার মাঝেই সেই বিপর্যয়। আর তার পরেই হাহাকার, চাপ চাপ রক্ত।
আরও পড়ুন- অনুরাগ-তাপসীর 'দোবারা' কি স্প্যানিশ ছবি 'মিরাজ'-এর নকল? ট্রেলার দেখে অবাক নেটিজেন
টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখে ভয়ে আঁতকে উঠেছিল শহরবাসী। এবার সেই দৃশ্য বড় পর্দায়। সেই বিপর্যয়ের ঠিক আগের মুহূর্ত কেমন ছিল? পরে কী হল? সব উঠে আসবে কলকাতা চলন্তিকা-য়। তিন দিনের শহর কলকাতার গল্প দেখা যাবে ছবিতে। ছবির ট্রেলার পোস্ট করে লেখা হয়, "মিলে শঙ্খ আর আজান একই সুর পাড়ায় পাড়ায়..প্রেম হোক কলরব হোক কলকাতা চলন্তিকায়।" ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সৌরভ দাস, অনির্বাণ চক্রবর্তী, অনামিকা সাহা, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত সহ আরও অনেকে।
আরও পড়ুন- বিয়েতেই বড় বাধা! টাইগার-দিশার সম্পর্ক বিচ্ছেদের কারণ অবশেষে ফাঁস
প্রসঙ্গত, এই ছবির গল্প লিখেছেন পাভেল এবং স্বাতী বিশ্বাস। প্রযোজনা করেছেন শতদ্রু চক্রবর্তী। ছবিতে নিজেও অভিনয় করেছেন পাভেল। কলকাতা চলন্তিকা বড় পর্দায় মুক্তি পাবে আগামী ২৫ অগাস্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Isha Saha, Sourav Das