মহিলাদের গোপন জীবন এবার প্রকাশ্যে! ওটিটি-র মোড়কে আদতে ধরা দিল কার জীবনের কথা?

Last Updated:

এবার KLIKK-এ আসছে আরও একটি অভিনব সিরিজ। গল্পের নয়, বরং কাঠামোয় রয়েছে চমক। এটিই হতে চলেছে প্রথম ‘মিনি সিরিজ’— কালো সাদা আবছা।

মহিলাদের গোপন জীবন এবার প্রকাশ্যে! ওটিটি-র মোড়কে আদতে ধরা দিল কার জীবনের কথা?
মহিলাদের গোপন জীবন এবার প্রকাশ্যে! ওটিটি-র মোড়কে আদতে ধরা দিল কার জীবনের কথা?
কলকাতা: ক্যুরিয়ারে আসা একটি গল্পের বই। একই সঙ্গে তিনজনের বাড়িতে। সঙ্গে লেখকের তরফ থেকে পাঠানো চিরকুট। গল্প ভাল লাগলে যোগাযোগ করার জন্য ঠিকানা লেখা সেখানে।
বেশ খানিকটা চেনা ছকের একটি রহস্য রোমাঞ্চের উপস্থাপনা আবারও হতে চলেছে ওটিটি প্লাটফর্মে। এবার KLIKK-এ আসছে আরও একটি অভিনব সিরিজ। গল্পের নয়, বরং কাঠামোয় রয়েছে চমক। এটিই হতে চলেছে প্রথম ‘মিনি সিরিজ’— কালো সাদা আবছা।
advertisement
গল্পের কেন্দ্রীয় চরিত্র তিনটি রক্তিম, সোহিনী, এবং অঙ্কিতা। তিনজনের বাড়িতে প্রায় একই সময় ‘কালো সাদা আবছা’ নামের একটা গল্পের বই এসে পৌঁছয়। লেখক দেবমাল্য সেনগুপ্ত। বইয়ের ভিতরে থাকা চিরকুটে তিনিই লিখে পাঠিয়েছেন বই পড়ে ভাল লাগলে যোগাযোগ করার কথা, সঙ্গে ঠিকানা।
advertisement
এমন উপহারে তাজ্জব রক্তিম, সোহিনী, অঙ্কিতা পড়েও ফেলে বইখানা। আর সেখানেই চমকে ওঠার পালা। বইয়ের গল্পের সঙ্গে দারুণ ভাবে মিলে যায় ওই তিনজনের জীবনের সত্য। তিনটি গল্প আলাদা আলাদা— আর তাই এক এক করে ফুটে ওঠে পর্দায়।
advertisement
এর পরেই রহস্যের শুরু। কে এই দেবমাল্য? রহস্যের উদঘাটনে লিখিত ঠিকানায় পৌঁছে যায় তিনজন। ঘটনাচক্রে তিনজনে একই সময় উপস্থিত হয় ওই বাড়িতে। সেখানেই তারা পরিচিত হয় পরস্পরের সঙ্গে। আর মুখোমুখি হয় সমরেশ লাহিড়ির। রহস্যময় বাড়িতে শুরু হয় আরও এক আলো-আঁধারির খেলা।
advertisement
কে সমরেশ ? দেবমাল্য কোথায় ? কী ভাবে সে জানল এই তিনজনের জীবনের কথা! অম্লান মজুমদারের কাহিনি ঘিরে জমে উঠতে চলেছে রহস্য। চিত্রনাট্য এবং সংলাপও অম্লানের। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে অনির। সঙ্গীত দীপাংশু লোধ। স্কাইপ্যান কমিউনিকেশনের প্রযোজনায় সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়ের পরিচালনায় অল্প সময়ের এই মিনি সিরিজ আগামী মাসেই KLIKK-এ মুক্তি পেতে চলেছে।
advertisement
এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার, সুমেধা দত্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সৌমেন দত্ত, ঋষাণ, রিয়া, আসিস সেন চৌধুরি, ঐশিন মজুমদার, স্বাগতম এবং প্রদীপ মিত্র।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মহিলাদের গোপন জীবন এবার প্রকাশ্যে! ওটিটি-র মোড়কে আদতে ধরা দিল কার জীবনের কথা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement