KL Rahul And Athiya Shetty: বাবা হলেন কে এল রাহুল... ছেলে হল না মেয়ে? ছবি দিয়েই জানিয়ে দিলেন স্ত্রী আথিয়া

Last Updated:

রবিবার রাতেই মুম্বই উড়ে যান কে এল রাহুল। ৩০ মার্চ হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে দিল্লি। তার আগেই শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর।

News18
News18
কন্যাসন্তানের বাবা হলেন কেএল রাহুল। সোমবার রাত ৮ টা ২০ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি জানান, তাঁদের কন্যাসন্তান হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকা কিয়ারা আডবানি থেকে অর্জুন কাপুর, টাইগার শ্রফ। খুশির জোয়ার একাধারে ক্রিড়া ও বিনোদন দুনিয়ায়।
বলা বাহুল্য আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালস যে দিন প্রথম ম্যাচ খেলতে নেমেছ, সে দিনই সুখবর দিলেন কেএল রাহুল। রাহুল পত্নী আথিয়া শেট্টি গত নভেম্বরে মা হওয়ার কথা জানিয়েছিলেন। কবে কেএল রাহুল এবং আথিয়া শেট্টির কোল আলো করে নতুন সদস্য আসছে তা-ও জানিয়ে দিয়েছিলেন সুনীল শেট্টি।
advertisement
advertisement
advertisement
রবিবার রাতেই মুম্বই উড়ে যান কে এল রাহুল। ৩০ মার্চ হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে দিল্লি। তার আগেই শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর।
বাংলা খবর/ খবর/বিনোদন/
KL Rahul And Athiya Shetty: বাবা হলেন কে এল রাহুল... ছেলে হল না মেয়ে? ছবি দিয়েই জানিয়ে দিলেন স্ত্রী আথিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement