Kishore Kumar- Madhubala || মধুবালা-কিশোরের অসমাপ্ত প্রেমকাহিনি, 'সিতারো কা তারানা' চলে গিয়েছিলেন তারাদের দেশে...

Last Updated:

Kishore Kumar- Madhubala || কিশোর কুমার মধুবালার প্রেম এক অসমাপ্ত গল্প৷ যে গল্প শুরু হওয়ার পরেই শেষটাও জানা ছিল সবার৷

তাঁর গান, তাঁর ছবির গান মানে একের পর এক প্রজন্ম৷ মানুষ মন, মনন, আবেগ, অভিমান, আলো-ছায়ার দিনগুলিকে এক সুরে গেঁথে রেখেছেন তিনি৷ 'এক লড়কি ভিগি ভাগি সি' হোক কিংবা 'ওগো নিরুপমা, এ হানসিনি' কিংবা 'পল পল দিল কে পাস'- এই সব গান উত্তরাধিকার সূত্রেই বহন করছে মানুষ৷ এত মানুষ প্রেমে পড়েছেন যাঁর গানে, কেমন ছিল তাঁর প্রেমজীবন?
কিশোর কুমার-মধুবালা৷ সাদা-কালো পর্দাকেও রঙিন করে তুলেছিলেন তাঁরা৷ 'হাল ক্যায়সা হ্যায় জনাব কা' কিংবা 'এক লড়কি ভিগি ভাগি সি' অথবা 'আঁখো মে তুম হো'- দর্শক মুগ্ধ হয়ে দেখেছে এই জুটিকে৷ ভালবেসেছে৷
advertisement
আরও পড়ুন: মেয়ের চাকরির পর এবার নিজে মন্ত্রিত্ব খোয়ালেন পরেশ অধিকারী, নতুন দায়িত্বে সত্যজিৎ বর্মণ
আর কিশোর ভালবেসেছিলেন মধুবালাকে৷ ভগ্ন হৃদয়ে ধরেছিলেন তাঁর হাত৷ ১৯৬০ সালে এই জুটি সাত পাকে বাঁধা পড়েন। তবে সংসার খুব বেশি দিনের জন্য ভাগ্যে ছিল না তাঁদের। বিয়ের মাত্র ৯ বছর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন মধুবালা। সালটা ১৯৬৯৷
advertisement
কিশোর কুমার মধুবালার প্রেম এক অসমাপ্ত গল্প৷ যে গল্প শুরু হওয়ার পরেই শেষটাও জানা ছিল সবার৷ ভেঙে পড়েছিলেন মধুবালা৷ তবে আশা করেছিলেন সেটে ফিরবেন আবার৷ ফেরেননি৷ 'সিতারো কা তারানা' পৌঁছে গিয়েছেন তারাদের কাছেই৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kishore Kumar- Madhubala || মধুবালা-কিশোরের অসমাপ্ত প্রেমকাহিনি, 'সিতারো কা তারানা' চলে গিয়েছিলেন তারাদের দেশে...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement